ড্রাগসের হোম ডেলিভারি!!
এবার ইরিক্সা করে হেরোইন ডোর টু ডোর ডেলিভারি দিতে গিয়ে জনতার হাতে আটক হলো এক যুবক। ধৃত যুবকের নাম নেজাম উদ্দিন। পিতা মকলিছ আলী। বাড়ি কদমতলা এলাকার কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের লম্বাটিল্লা এলাকায়। ঘটনা শনিবার রাতে ধর্মনগর মহকুমার কদমতলা বাজারে। জানা গেছে, শনিবার সন্ধ্যা রাতে নিজের ইরিক্সায় চেপে কদমতলা বাজারে হেরোইন ডোর ডেলিভারি দিতে আসে ধৃত যুবক। বিষয়টি স্থানীয় এক ব্যবসায়ী নজির আলীর নজরে আসে। তখন বাজার ব্যবসায়ী নজির আলী সহ পথচলতি জনতার সহযোগিতায় ঐ যুবককে আটক করা হয়। তার পেন্টের পকেট থেকে তিন কৌটা হেরোইন উদ্ধার করা হয়।
খবর দেওয়া হয় কদমতলা থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ধৃত যুবককে থানায় নিয়ে যায়। বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে। এদিকে, স্থানীয় মানুষের জিজ্ঞাসাবাদে ধৃত যুবক স্বীকার করেছে, সে দীর্ঘদিন যাবত নিজের ইরিক্সা দিয়ে কদমতলা বাজার সহ আশপাশের এলাকা গুলিতে হেরোইন ডোর ডেলিভারি করতো। এদিনও বাইশ কৌটা হেরোইন নিয়ে এসেছিল। আর অধিকাংশ হেরোইনের কৌটা ডোর ডেলিভারির মাধ্যমে বিক্রি করে দিয়েছে। সচেতন নাগরিকরা পুলিশকে কড়া নজরদাড়ি রাখার আবেদন জানিয়েছে। কারণ এই নেশার করাল থাবা কার পরিবারের এসে পড়বে তা কেউ জানে না। তবে এই ধরণের ঘটনা সামনে আসতেই বোঝা যাচ্ছে উত্তর জেলায় ড্রাগসের ব্যবসা দিন দিন নতুন নতুন পথ অবলম্বনের মধ্য দিয়ে আরও উর্ধ্বমুখী হচ্ছে।