রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা ফেব্রুয়ারী মাসে করার উদ্যোগ!!
ড্রাগস কারবারীদের গ্রেপ্তারের দাবিতে জনতার পথ অবরোধ
দৈনিক সংবাদ অনলাইন, মোহনপুর।।
ড্রাগস ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার এবং ড্রাগস ব্যবসার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের জোরালো পদক্ষেপের দাবিতে হেজামারা খোয়াই চৌমুনির মূল সড়ক অবরোধ করে স্থানীয় লোকজন। কিছুদিন আগেও একই দাবিতে জনগন পথ অবরোধে বসেছিল বড়কাঠাল এলাকায়। বৃহস্পতিবার সকাল ১১ টায় আবারও একই দাবিতে পুলিশ প্রশাসনের উপর জোরালো চাপ সৃষ্টি করে মোহনপুর খোয়াই চৌমুহনতে পথঅবরোধে বসে জনতা।
এর ফলে আগরতলা- খোয়াই- সিমনা রাস্তায় দাঁড়িয়ে পড়ে প্রচুর যানবাহন। শেষে বিকাল চারটায় পথ অবরোধ মুক্ত হয়।সড়ক অবরোধকে কেন্দ্র করে কোন অপ্রতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য টিএসআর, সিআরপিএফ এবং পুলিশ মোতায়েন করা হয়েছিল। পথ অবরোধকারীদের অভিযোগ, পুলিশ প্রশাসনের ঢিলেমির জন্যেই ড্রাগস ব্যবসায়ীরা খোলা ময়দানে ব্যবসা করে যাচ্ছে। তারা আরও অভিযোগ করে, কিছুদিন আগে জনৈক সাগর দেবনাথকে পুলিশ গ্রেপ্তার করেছিল। পরের দিনই সে আবার এই কাজে লিপ্ত হয়। ফলে পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখতে পারছেন না। পথ অবরোধকারীদের বক্তব্য,বর্তমান সরকার নেশা মুক্ত ত্রিপুরা গড়ার কথা বলছে।
সবকা সাথ সবকা বিকাশের কথা বলছে। সেই জায়গায় পুলিশ প্রশাসন ড্রাগস মাফিয়াদের জালে তুলতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ।
এদিকে, পথ অবরোধের খবর পেয়ে মোহনপুর মহাকুমা শাসক অনিরুদ্ধ রায় ঘটনাস্থলে যান। পথ অবরোধ কারীদের সাথে কথা বলেন। কিন্তু তাতেও পথ অবরোধ ওঠেনি। পরে আগামী সোমবার ৫/৬ জনের একটি প্রতিনিধি দলকে মহকুমা শাসক অফিসে আসার জন্য অনুরোধ করেন এস ডি এম। ওইদিন এসডিপিও এবং ওসি সহ সবার সামনে আলোচনা করা হবে বলে জানান। এসডিএম এর কথায় শেষে পথ অবরোধ তুলে নিলেও, পুলিশ প্রশাসনকে দুই দিনের সময় বেঁধে দেয় ড্রাগস কারবারিদের জালে তোলার জন্য। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে কঠোর পদক্ষেপের।