ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!
ড্রোন দিয়ে চলবে উদ্ধারকাজ!!

অনলাইন প্রতিনিধি :-উদ্ধারকার্য যতই এগোচ্ছে, কেরলের ওয়েনাড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবারই সেখানে মৃতের সংখ্যা প্রায় ২৯০ ছুঁয়েছে। আশঙ্কা করা হচ্ছে ,শীঘ্রই তা ৩০০ পেরোবে। কেরলের রাজস্বমন্ত্রী কে রাজন ভূমিধসে ১৯০ জনের মৃত্যুর খবর জানিয়েছিলেন। উদ্ধারকারীদের বক্তব্য বহু নিখোঁজ মানুষের সন্ধান না পাওয়া যাওয়ায় প্রকৃত সংখ্যাটি দ্বিগুণ হতে পারে। উদ্ধারকাজে গতি আনতে যৌথ তল্লাশি অভিযানে নামবে সেনা, এনডিআরএফ, উপকূলরক্ষী বাহিনী এবং নৌসেনা।প্রতিটি দলে তিন জন স্থানীয় বাসিন্দা এবং বন দফতরের এক জন করে কর্মী রাখা হবে। তা ছাড়াও উদ্ধার অভিযানকে ত্রুটিমুক্ত করতে ড্রোনের মাধ্যমেও চালানো হবে নজরদারি।