এই খবর শেয়ার করুন (Share this news)

নির্বাচনে জিতে ক্ষমতায় ফিরলে ভারতের বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি করে তোলার স্বপ্ন ফেরি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তিনি দাবি করেছেন, ২০৪৭ সালে ভারত হবে উন্নত তথা ‘বিকশিত’ দেশ।এ-হেন প্রচারে যে সারবত্তা কম,সেকথা গত পরশু হায়দ্রাবাদে একটি অনুষ্ঠানে বলেছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর ডি সুবারাও।তিনি বলেছেন, ২০২৯ সালের মধ্যে যদি বা সেই লক্ষ্য পূরণ হয়,তবু গরিব দেশই থেকে যেতে পারে ভারত।ফলে এই নিয়ে উৎসব উদযাপন মেতে ওঠার সঙ্গত কারণ নেই।বরং জিডিপি বৃদ্ধির চাকায় গতি আনা এবং আর্থিক সুবিধার ভাগ সকলের মধ্যে বন্টনের বিষয়টি নিশ্চিত করা জরুরি।
ধনি দেশ মানেই যে উন্নত হবে, তার কোনও মানে নেই, সৌদি আরব তার উৎকৃষ্ট প্রমাণ।২৬০০ ডলার মাথা পিছু আয় নিয়ে বিশ্বের দরবারে ভারতের বর্তমান অবস্থান ১৩৯।এমনকি ব্রিকস এবং জি- ২০ গোষ্ঠীতেও আমাদের দেশ দরিদ্রতম।
প্রচলিত প্রবাদেই আছে, শরীরের রক্ত মুখে সঞ্চারিত হলে তাকে সুস্বাস্থ্যের লক্ষণ বলা যায় না।ভারতের বৃদ্ধি এবং অগ্রগতির সুফল যে সাধারণ এবং স্বল্প বিত্তের মানুষেরা পাচ্ছেন না এবং এর ফলেই যে দেশের আর্থিক বৈষম্য বাড়ছে,বহু অর্থনীতিবিদ তা নিয়ে সতর্ক করেছেন। শ্রীরাও বলেছেন, ‘আমরা বড় অর্থনীতি, কারণ আমরা ১৪০ কোটি মানুষের দেশ।উৎপাদনে যাদের ভূমিকা রয়েছে।কিন্তু আমরা এখনও গরিব দেশ।উন্নত দেশ হতে গেলে চারটি উপাদান আবশ্যিক- আইনের শাসন, মজবুত রাজ্য, দায়িত্ব এবং স্বাধীন প্রতিষ্ঠান।
তবে বিরুদ্ধ-মত বলে, অর্থনৈতিক বৃদ্ধি যেমন দারিদ্র কমায়, তেমনই অসাম্য বাড়ায়।কারণ বৃদ্ধির ফলে অর্থনৈতিক সুযোগের যে প্রসার হয়,তার সদ্ব্যবহার করার ক্ষমতা বিত্তবান শ্রেণির বেশি।অতএব, বৃদ্ধি চাইলে অসাম্যকেও মেনে নিতে হবে। বৃদ্ধির কারণে অর্থনৈতিক সুযোগের বিস্তার হয়, শ্রমের বাজারে মজুরি ও আয় বাড়ে, বাড়ে রাজকোষের আয়তন, তা নানা জনকল্যাণমূলক নীতির উপরে ব্যয়ের ক্ষমতা বাড়ে।তাই শুধু অসাম্যের বৃদ্ধির দিকে তাকিয়ে উদারীকরণ- পূর্ব জামানার প্রতি স্মৃতিমদুরতায় ভুগলে চলবে না।তবে গত কয়েক বছরে ভারত যে ক্রমেই ধণিদের বসবাসের দেশ হয়ে উঠেছে, গত মাসে প্রকাশিত এক গবেষণাপত্রে তা দেখিয়েছেন অর্থনীতিবিদ তোমা পিকেটি এবং তার সহ গবেষক নীতিন কুমার ভারতী, লুকাস চ্যান্সেল, এবং আনমোল সোমাঞ্চি।তারা দেখিয়েছেন,গত এক শতকের পরিপ্রেক্ষিতে ভারতে অসাম্যের মাত্রা শুধু সর্বাধিক নয়, সারা বিশ্বের নিরিখেও ভারত এখন অসাম্যের নিক্তিতে একদম প্রথম সারিতে।একশো কোটি ডলারের মালিকের সংখ্যা ১৯৯১ সালে ছিল এক, ২০২২ সালে হয়েছে ১৬২।দেশে বিলিয়নেরা বা একশো কোটি ডলারের অধিক সম্পদের মালিকের সংখ্যা ২০২০ থেকে ২০২২ সালে মধ্যে বেড়েছে ষাট শতাংশেরও বেশি।১০২ থেকে ১৬৬ জন।২০১২ থেকে ২০২১ সাল অবধি দেশে যত সম্পদ সৃষ্টি হয়েছে, তার ৪০.৫ শতাংশ মাত্র এক শতাংশ ধনীতম মানুষের কুক্ষিগত হয়েছে।আর অন্যদিকে, দরিদ্রতম ৫০ শতাংশ মানুষের ভাগ পড়েছে এই সময়ে সৃষ্টি সমাদের মাত্র তিন শতাংশ।
অতএব, অসাম্যের ছবিটি ভয়াবহ অনেকে বলতেই পারেন, মানুষের মেধা, কর্মদক্ষতা বা অন্যান্যগুণের মতো আয় বা সম্পদের অসাম্যও অন্তত খানিকটা মাত্রায় স্বাভাবিক এবং তা মেনে নেওয়াই দস্তুর।এ দেশে সম্পদের উপরে কর তুলে দেওয়া হয়েছে ২০১৬সাল থেকে।দেশে জিএসটি বাবদ মোট যত কর আদায় করা হয়,তার ৪৬ শতাংশ আসে দেশের দরিদ্রতম ৫০ শতাংশ মানুষের পকেট থেকে।আর মোট জিএসটি আদায়ের মাত্র চার শতাংশ আসে ধনীতম দশ শতাংশ মানুষের থেকে। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ধনীদের আয় যেভাবে বেড়েছে, লগ্নির প্রবণতা ততখানি বাড়েনি।২০১৯ সালে কেন্দ্র কর্পোরেট করের পরিমাণ বহুলাংশে কমিয়ে দেয়।তার ফলে বাজেটে যত রাজস্ব লোকসান হয়েছিল, তা ছিল দেশের মোট স্বাস্থ্য বাজেটের অর্ধেক।ফলে, আগে অসাম্য কমানোর কথা ভাবতেই হবে।নচেৎ তৃতীয় বৃহত্তম অর্থনীতি কিন্তু আখেরে ঢক্কানিনাদেই পরিণত হবে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দুদিনের সফরে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী,সাক্ষাৎ হবে ইউনুসের সাথেও!!

অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

14 hours ago

৯৩,৪২৫ মহিলাকে লাখপতি দিদি করার পরিকল্পনা!!

অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…

14 hours ago

এ রোগের ওষুধ নেই, সামনে দুর্দিন গরিবের!!

অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…

14 hours ago

জিবি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ঘিরে রোগীর অভিযোগ বাড়ছেই!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…

14 hours ago

অনুপ্রবেশ রুখতে জয়েন্ট পেট্রোলিং চলছে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…

15 hours ago

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে সীলমোহর দিল কেন্দ্রীয় সরকার!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…

15 hours ago