ঢেলে সাজানো হবে আখাউড়া স্থলবন্দর!!

 ঢেলে সাজানো হবে আখাউড়া স্থলবন্দর!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং আন্ত:দেশীয় বাণিজ্য সম্প্রসারণে আখাউড়া স্থলবন্দরকে ঢেলে সাজানো হবে।দেশের গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরে কোনও ধরনের সিণ্ডিকেট প্রথা থাকবে না। প্রকৃত ব্যবসায়ীরা যাতে প্রয়োজন মতো বাণিজ্য করতে পারে তারও ব্যবস্থা করা হবে।বুধবার দুপুরে আখাউড়া স্থলবন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের এই কথাগুলো বলেন, বাংলাদেশ নৌপরিবহণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম সরওয়ার ভূঁইয়া।দেশের স্থলবন্দরগুলো এই মন্ত্রণালয়ের অধীন।দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (এসএএসইসি)-সমন্বিত বাণিজ্য সুবিধা সেক্টর উন্নয়ন প্রকল্প (বিএলপিএ)-এর অংশ শীর্ষক প্রকল্পের
আওতাধীন আখাউড়া এবং তামাবিল স্থলবন্দর দুইটি পরিদর্শন করে প্রতিবেদন প্রণয়ন সংক্রান্ত কমিটির আহ্বায়ক শ্রী সরওয়ার।ওই প্রকল্পের প্রতিবেদন প্রণয়ন করতেই তিনি এসেছিলেন বলে জানান।শ্রী সরওয়ার বলেছেন,আখাউড়া স্থলবন্দরের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম দ্রুত পরিবর্তন হবে। এখানে ওয়‍্যারহাউজ এবং আধুনিক গাড়ি পার্কিয়ের ব্যবস্থা করা হবে।পুরো স্থলবন্দরটি ঘিরেই বিরাট একটি কর্মযজ্ঞ হতে যাচ্ছে, এতে করে ভারত- বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সহ দ্বিপাক্ষিক আরও যেসব স্বার্থ রয়েছে তার উন্নয়ন হবে। তিনি বলেন, এখানে তার সঙ্গে অর্থ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আছেন। স্থানীয় প্রশাসনের আধিকারিকরা ছিলেন। কবে নাগাদ উন্নয়নের এই কার্যক্রম শুরু হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, খুব শীঘ্রই এই কাজ শুরু হবে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.