ঢোল পিটিয়ে মিটার অটোয় মুখ পুড়ল, নীরব দপ্তর

এই খবর শেয়ার করুন (Share this news)

ঢাক – ঢোল পিটিয়ে শহরে মিটার অটো চালু করার নামে কার্যত ল্যাজে গোবরে পরিবহণ দপ্তর । প্রচলিত প্রবাদ আছে , ‘ নেই কাজ তো খই ভাজ ‘ । পরিবহণ দপ্তরের অবস্থাটা অনেকটা ওই খই ভাজার মতোই । শহরে মিটার অটো চালুর নামে দপ্তরের মুখ যেমন পুড়েছে , তেমনি গরিব অটো চালকদের মাথায় বাড়ি দিয়ে দুই হাজার টাকার মিটার চার হাজার টাকায় ক্রয় করতে বাধ্য করা হয়েছে । একদিকে অটো চালকদের পকেট ফাঁকা হয়েছে , অন্যদিকে পরিবহণ দপ্তরের কিছু অসাধু আধিকারিকের পকেট ভারী হয়েছে । এছাড়া কাজের কাজ কিছুই হয়নি । অটোতে মিটার লাগিয়ে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে । ফলে মুখ থুবড়ে পড়েছে মিটার অটো বাস্তবায়নের সিদ্ধান্ত । শুধু তাই নয় , এই সিদ্ধান্ত রূপায়ণে বড় ধরনের দুর্নীতি সংগঠিত হয়েছে বলে অভিযোগ উঠেছে । খবর নিয়ে জানা গেছে , এখন পর্যন্ত ৪৪৭৬ টি অটোতে মিটার লাগানো হয়েছে । কিন্তু আজ পর্যন্ত একটি মিটারও ইনস্টল করা হয়নি । এগুলি শুধু লোক দেখানো শোভা বর্ধন করছে । এখন পর্যন্ত যে মিটারগুলি লাগানো হয়েছে , সেগুলি মূলত দুটি সংস্থা সরবরাহ করেছে । এর মধ্যে একটি সংস্থার মালিক আবার রাজ্য পরিবহণ দপ্তরের একজন মোটর ভ্যাহিকেল ইনস্পেক্টরের আপন ভাই । জানা গেছে , প্রথমে দপ্তর থেকে যে টেন্ডার দেওয়া হয়েছিল তার মধ্যেই ছিলো । প্রথমে তিনটি সংস্থাকে মিটার বিক্রির অনুমোদন দেওয়া হয়েছিল । কিন্তু একটি সংস্থা সরে যায় বলে খবর । পরবর্তীকালে অবশ্য আরও চারটি সংস্থাকে মিটার বিক্রি করার অনুমোদন দেওয়া হয় । প্রথমে মিটার অটোর যে চার্জ ( ভাড়া ) নির্ধারিত করা হয়েছিল মন্ত্রিসভার বৈঠকে , তা ভারতবর্ষের কোথাও প্রযোজ্য নয় বলে জানা গেছে । কেননা তিন ধাপে ভাড়া নির্ধারণ করা হয়েছিল । এই তিন ধাপে ভাড়া কোথাও প্রযোজ্য নয় । এরপর বিষয়টি প্রায় এক বছর পড়ে থাকে । এরপর আবার নতুন করে ভাড়া নির্ধারণ করা হয় । কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে , মিটারে ভাড়া নির্ধারণ করে রিডিং সেট করার জন্য যে পালস জেনেরেটার মেশিন প্রয়োজন সেটাই তো সংশ্লিষ্ট দপ্তরের ( মেট্রোলজি ) কাছে নেই । এখানেই শেষ নয় , যে মিটারগুলি অটোতে লাগানো হয়েছে , সে মিটারগুলি অটোর জন্য সঠিক কিনা তা পরীক্ষা করার জন্য যে ধরনের মেশিন পরিবহণ দপ্তরের কাছে থাকা প্রয়োজন , তাও নেই । এককথায় পরিকাঠামোহীন । এখানেই শেষ নয় , আগরতলা পুর নিগমের বাইরে যে অটোগুলি চলে সেই অটোগুলিকে মোটা অর্থের বিনিময়ে মিটার অটোর নামে নিগম এলাকায় পারমিট দেওয়া হচ্ছে । পরিবহণ দপ্তর সূত্রেই এই সংবাদ জানা গেছে । সব মিলিয়ে মিটার অটো পরিষেবার নামে মুখ পুড়েছে দপ্তর ও সরকারের । পরিষেবা চালু হওয়াতো দূরের কথা উল্টো পকেট ভারী হয়েছে এবং হচ্ছে কয়েকজনের ।

Dainik Digital

Recent Posts

দুদিনের সফরে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী,সাক্ষাৎ হবে ইউনুসের সাথেও!!

অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

17 hours ago

৯৩,৪২৫ মহিলাকে লাখপতি দিদি করার পরিকল্পনা!!

অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…

17 hours ago

এ রোগের ওষুধ নেই, সামনে দুর্দিন গরিবের!!

অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…

18 hours ago

জিবি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ঘিরে রোগীর অভিযোগ বাড়ছেই!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…

18 hours ago

অনুপ্রবেশ রুখতে জয়েন্ট পেট্রোলিং চলছে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…

18 hours ago

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে সীলমোহর দিল কেন্দ্রীয় সরকার!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…

18 hours ago