ঢোল পিটিয়ে মিটার অটোয় মুখ পুড়ল, নীরব দপ্তর

এই খবর শেয়ার করুন (Share this news)

ঢাক – ঢোল পিটিয়ে শহরে মিটার অটো চালু করার নামে কার্যত ল্যাজে গোবরে পরিবহণ দপ্তর । প্রচলিত প্রবাদ আছে , ‘ নেই কাজ তো খই ভাজ ‘ । পরিবহণ দপ্তরের অবস্থাটা অনেকটা ওই খই ভাজার মতোই । শহরে মিটার অটো চালুর নামে দপ্তরের মুখ যেমন পুড়েছে , তেমনি গরিব অটো চালকদের মাথায় বাড়ি দিয়ে দুই হাজার টাকার মিটার চার হাজার টাকায় ক্রয় করতে বাধ্য করা হয়েছে । একদিকে অটো চালকদের পকেট ফাঁকা হয়েছে , অন্যদিকে পরিবহণ দপ্তরের কিছু অসাধু আধিকারিকের পকেট ভারী হয়েছে । এছাড়া কাজের কাজ কিছুই হয়নি । অটোতে মিটার লাগিয়ে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে । ফলে মুখ থুবড়ে পড়েছে মিটার অটো বাস্তবায়নের সিদ্ধান্ত । শুধু তাই নয় , এই সিদ্ধান্ত রূপায়ণে বড় ধরনের দুর্নীতি সংগঠিত হয়েছে বলে অভিযোগ উঠেছে । খবর নিয়ে জানা গেছে , এখন পর্যন্ত ৪৪৭৬ টি অটোতে মিটার লাগানো হয়েছে । কিন্তু আজ পর্যন্ত একটি মিটারও ইনস্টল করা হয়নি । এগুলি শুধু লোক দেখানো শোভা বর্ধন করছে । এখন পর্যন্ত যে মিটারগুলি লাগানো হয়েছে , সেগুলি মূলত দুটি সংস্থা সরবরাহ করেছে । এর মধ্যে একটি সংস্থার মালিক আবার রাজ্য পরিবহণ দপ্তরের একজন মোটর ভ্যাহিকেল ইনস্পেক্টরের আপন ভাই । জানা গেছে , প্রথমে দপ্তর থেকে যে টেন্ডার দেওয়া হয়েছিল তার মধ্যেই ছিলো । প্রথমে তিনটি সংস্থাকে মিটার বিক্রির অনুমোদন দেওয়া হয়েছিল । কিন্তু একটি সংস্থা সরে যায় বলে খবর । পরবর্তীকালে অবশ্য আরও চারটি সংস্থাকে মিটার বিক্রি করার অনুমোদন দেওয়া হয় । প্রথমে মিটার অটোর যে চার্জ ( ভাড়া ) নির্ধারিত করা হয়েছিল মন্ত্রিসভার বৈঠকে , তা ভারতবর্ষের কোথাও প্রযোজ্য নয় বলে জানা গেছে । কেননা তিন ধাপে ভাড়া নির্ধারণ করা হয়েছিল । এই তিন ধাপে ভাড়া কোথাও প্রযোজ্য নয় । এরপর বিষয়টি প্রায় এক বছর পড়ে থাকে । এরপর আবার নতুন করে ভাড়া নির্ধারণ করা হয় । কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে , মিটারে ভাড়া নির্ধারণ করে রিডিং সেট করার জন্য যে পালস জেনেরেটার মেশিন প্রয়োজন সেটাই তো সংশ্লিষ্ট দপ্তরের ( মেট্রোলজি ) কাছে নেই । এখানেই শেষ নয় , যে মিটারগুলি অটোতে লাগানো হয়েছে , সে মিটারগুলি অটোর জন্য সঠিক কিনা তা পরীক্ষা করার জন্য যে ধরনের মেশিন পরিবহণ দপ্তরের কাছে থাকা প্রয়োজন , তাও নেই । এককথায় পরিকাঠামোহীন । এখানেই শেষ নয় , আগরতলা পুর নিগমের বাইরে যে অটোগুলি চলে সেই অটোগুলিকে মোটা অর্থের বিনিময়ে মিটার অটোর নামে নিগম এলাকায় পারমিট দেওয়া হচ্ছে । পরিবহণ দপ্তর সূত্রেই এই সংবাদ জানা গেছে । সব মিলিয়ে মিটার অটো পরিষেবার নামে মুখ পুড়েছে দপ্তর ও সরকারের । পরিষেবা চালু হওয়াতো দূরের কথা উল্টো পকেট ভারী হয়েছে এবং হচ্ছে কয়েকজনের ।

Dainik Digital

Recent Posts

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…

9 hours ago

ধন্যবাদার্হ।।

কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…

9 hours ago

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

12 hours ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

12 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

12 hours ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

12 hours ago