তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রভাতী কবি প্রণাম!!
অনলাইন প্রতিনিধি :-১৩০৬ বঙ্গাব্দের ১১ই জৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম।তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় অগ্রণী বাঙালি কবি, উপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য। আজ উনার ১২৫ তম জন্মবার্ষিকী। এই দিনটিকে সামনে রেখে অন্যান্য বছরের ন্যায় এবছরও তথ্য ও সংস্কৃতি দপ্তর প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করে আগরতলা নজরুল কলাক্ষেত্রে। এদিন নজরুল কলা ক্ষেত্রে ওনার মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা। পরবর্তীতে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠিত হয় নজরুল সংগীত এবং নজরুল নৃত্য। আজকের এই অনুষ্ঠানকে ঘিরে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।