অনলাইন প্রতিনিধি :-আজ ৬ই ডিসেম্বর। ১৯৫৬ সালে ঠিক এই দিনে প্রয়াত হয়েছিলেন ভীমরাও রামজি আম্বেদকর। আজ ওনার ৬৯ তম প্রয়াণ দিবস। যিনি বাবাসাহেব আম্বেদকর নামেও সুপরিচিত ছিলেন। তিনি ছিলেন একজন ভারতীয় রাজনৈতিক নেতা, দার্শনিক,চিন্তাবিদ, নৃতত্ত্ববিদ, ঐতিহাসিক, সুবক্তা, বিশিষ্ট লেখক, অর্থনীতিবিদ, পণ্ডিত, সম্পাদক, রাষ্ট্রবিপ্লবী । তিনি ভারতের সংবিধানের খসড়া কার্যনির্বাহক সমিতির সভাপতিও ছিলেন। তিনি ভারতীয় জাতীয়তাবাদী এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা। ইনি ভারতের সংবিধানের মুখ্য রচয়িতা । তপশিলি জাতি কল্যাণ দপ্তর এর উদ্যোগে ডঃ বি আর আম্বেদকরের ৬৯ তম তিরোধান দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়। শুক্রবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে উজ্জয়ন্ত প্রসাদে ভীমরাও রামজি আম্বেদকরের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন বিধায়িকা মিনারাণী সরকার, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী সহ অন্যান্যরা। পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, উনার জন্মদিন এবং মৃত্যুদিন তপশিলি জাতি কল্যাণ দপ্তর পালন করে মূলত উনার কর্মজীবন ব্যক্তিত্ব সম্পর্কে বর্তমান প্রজন্মকে অবগত করার জন্য। উনার দেখানো পথকে অনুসরণ করে সকলের চলা উচিত। তপশিলি জাতি সহ অস্পৃশ্য সমাজকে তুলে ধরার জন্য উনার যে অবদান তা অনস্বীকার্য।
অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…
অনলাইন প্রতিনিধি :-সোপিয়ানে সেনার হাতে খতম হল তিন লস্কর জঙ্গি। সেনার দাবী, জম্মু-কাশ্মীরে বহুদিন ধরেই…