তরঙ্গ নেই, ক্ষোভও নেই!!

এই খবর শেয়ার করুন (Share this news)

৪৮৬ আসনে ভোটের পালা শেষ হয়েছে।আগামী শনিবার বাকি ৫৭টি আসনে নির্বাচন পর্ব মিটলেই সাঙ্গ হবে অষ্টাদশ লোকসভা নির্বাচন। শুক্রবার অন্তিম চরণে ভোটের প্রচার শেষ হবে।এবার একটা কথা রাজনৈতিক জন পরিসরে বিবিধ আলোচনায় উঠে এসেছে,তা হলো এবার কোনও ‘ওয়েভ’ নেই।অর্থাৎ ইতিপূর্বে প্রতিটি নির্বাচনে জনতার মধ্যে যে আবেগের তরঙ্গ উঠে, এবার তা উধাও। এটা সত্যি যে, এবারের ভোট তুলনায় নিস্তরঙ্গ।বুদ্ধির উৎস মস্তিষ্ক,আর আবেগ উৎসাহিত হয় হৃদয় থেকে।সরকার নির্বাচনের ক্ষেত্রে মস্তিষ্ক না হৃদয়, কার অগ্রাধিকার পাওয়া উচিত,সে তর্কটি বহুদিনের।১৯৬৭ সালের আগের ভোটে তরঙ্গ নামক বস্তুটি কী,ভারতবাসী জানতেন না।মূলত সত্তরের দশকে ইন্দিরা গান্ধীর ‘গরিবি হঠাও’ আহ্বানের প্রেক্ষাপটে আহুত নির্বাচনের সময় থেকে তরঙ্গের উদ্ভব,যা বহমান থেকেছে প্রতিটি সাধারণ নির্বাচনে।ক্ষমতাসীন কংগ্রেসকে মাত্র চুয়াল্লিশটি আসনে নামিয়ে এনে দশ বছর আগে নরেন্দ্র মোদির আবির্ভাবও ছিল ওই তরঙ্গেরই অভিঘাত।তার সুদিনের স্বপ্ন ফেরিতে জনতা উদ্বেল হয়েছিল।এরপর ২০১৯ সালে তার প্রত্যাবর্তনী অভিযানেও ছিল সুপরিকল্পিত আবেগের তরঙ্গ। পুলওয়ামা-বালাকোট উত্তরপর্বে শৌর্য রাষ্ট্রবাদের স্লোগান হাতিয়ার করে তরঙ্গ সৃষ্টির কৌশল।এবার, সেই ঢেউ তুলবার প্রয়াস শুরু হয় গত জানুয়ারীতে অযোধ্যায় মহাসমারোহের কল্যাণে। কিন্তু,নির্বাচনে সায়াহ্নে এসে বাস্তব চিত্র বলছে, মোদি কি গ্যারান্টির প্রলোভন থেকে মঙ্গলসূত্র বেহাত হয়ে যাওয়ার ভয় এবং শেষলগ্নে মোদির নিজেকে ঈশ্বর প্রেরিত দূত হিসাবে তুলে ধরা -কিছুতেই অন্তত দৃশ্যত কোনও তরঙ্গের সৃষ্টি হয়নি।
ব্রিটেন, আমেরিকার মতো বহু দেশেই ভোটের আগে আবেগের তরঙ্গ সৃষ্টি হয় না। ভোট নিয়ে জনচিত্তে তেমন উন্মাদনাও থাকে না। জনজীবনের আর পাঁচটা নিয়মিত কর্মকাণ্ডের মতোই নির্বাচনও আসে এবং যায়, নাগরিকরা তাদের কর্তব্য হিসাবে ভোট দেন অথবা দেন না। ভারতের ভোটে এবার লহর তৈরি না হওয়ায় ভোট-পণ্ডিতদের একাংশ বলতে শুরু করেছেন,এ নাকি সরকার পরিবর্তনের পূর্বাভাস।নিরবচ্ছিন্ন দশ বছর দাপটের সঙ্গে দেশ শাসনের পর একজন নায়ককে কেন্দ্র করে ফের লহর উঠবে,এতটা প্রত্যাশাও ঠিক নয়।দেখার বিষয়, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমজনতার ক্ষোভ বা আক্রোশ আছে কি?যদি না থাকে,প্রথমত ধরে নিতে হবে জমানা বদলের সম্ভাবনা নেই। দ্বিতীয়ত, বিরোধী শিবিরে এমন কোনও নেতা নেই, আমজনতা যাকে মোদির বিশ্বাসযোগ্য বিকল্প হিসাবে ধরে নিতে পারে।এই কাজটি রাতারাতি করা সম্ভব নয়, বিরোধীদের সামনে সে সুযোগ ছিল, তারা তার সদ্ব্যবহার করেনি। মানে ‘টিনা’ (দেয়ার ইজ নো অলটারনেটিভ) ফ্যাক্টর এবারও নরেন্দ্র মোদির পক্ষে।মানুষ ভোটদানের সময় দল বা জোটের চেয়ে নেতৃত্বের প্রশ্নকে অধিকতর গুরুত্ব দেয়।গুরুত্ব দেয়,ব্যক্তিটি কে, কার হাতে দেশের শাসন সুরক্ষিত।নেহাত ঠেলায় না পড়লে জনতা জনার্দন ‘খিচুড়ি’ সরকার পছন্দ করে না।
মানুষের ক্ষোভের কারণে দিল্লীর শাহী তখত বদল হওয়ার বহু উদাহরণ আছে। ইন্দিরা জমানায় দুইবার, রাজীবের জমানায় একবার এবং মনমোহন জমানায় একবার।১৯৭৭ সালে জরুরি অবস্থার বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্রোধ জনপ্রিয়তার তুঙ্গে থাকা ইন্দিরা গান্ধীকে ক্ষমতাচ্যুত করেছিল।তার মাত্র তিন বছর পরে ফের সেই জনতাই ইন্দিরাকে বিপুলভাবে ক্ষমতায় ফিরিয়ে এনেছিল জনতা সরকারের কুশীলবদের সার্বিক অপদার্থতা এবং নিজেদের মধ্যে অনবরত খেয়োখেয়ি দেখে বিরক্ত হয়ে।ইন্দিরা হত্যার আবেগ দেশকে এমনভাবে আন্দোলিত করেছিল যে, তদপরবর্তী ১৯৮৪ সালের নির্বাচনে ৪১৩ আসন নিয়ে ক্ষমতায় আসেন রাজীব গান্ধী। ১৯৮৯ সালে সেই রাজীবকেই ধরাশায়ী করেছিল তথাকথিত বোফর্স কেলেঙ্কারি ও তজ্জনিত জনতার রোষ।২০১৪ সালে মোদি গান্ধীনগর থেকে উড়ে এসে দিল্লী কব্জা করতে পেরেছিলেন মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন দ্বিতীয় ইউপিএ সরকারের অকর্মণ্যতা, দুর্নীতির বিরুদ্ধে গণরোষের পিঠে চেপে। অতএব, এবারের ভোটে যেমন তরঙ্গ নেই সত্য, সমধিক সত্য জনমনে সার্বিক ক্ষোভও নেই।আর সে ক্ষোভ থেকে থাকলেও তাকে শাসক- বিরোধিতায় রূপান্তরিত করার জন্য যে বিকল্প মুখের প্রয়োজন, অন্তত সেটি নেই। প্রতীক্ষার প্রহর তো আর মাত্র কিছুদিন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

হৃদরোগে হঠাৎ মৃত্যু: কার্ডিয়াক অ্যারেস্টের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…

18 hours ago

প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…

18 hours ago

আঠাশের বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার বার্তা প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…

18 hours ago

হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!

অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…

19 hours ago

সতর্কতাই বাঞ্ছনীয়!!

নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…

19 hours ago

খুশির ঈদ উদযাপন

অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…

2 days ago