Categories: দেশ

তাওয়াং-এ ২৪তম উ:পূর্ব পাওয়ার কমিটির বৈঠক, প্রধানমন্ত্রীর নির্দেশে বিদ্যুৎ হাব-এ পরিণত হচ্ছে উত্তর-পূর্ব: রতন।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি || পিছিয়ে পড়া উত্তর পূর্বাঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদ্যুৎ উদ্বৃত্ত রাজ্য হিসাবে উঠে এসেছে ত্রিপুরা, মিজোরাম, আসাম এবং অরুণাচল প্রদেশ। এই অঞ্চলকে বিদ্যুৎ উৎপাদনের হাব হিসাবে গড়ে তোলার উদ্যোগ চলছে বলেও জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ ৷এই বৈঠকে রাজ্যের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সাতটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। রতনবাবু জানান, বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক বিরাশি কিলোমিটার ১৩২ কিলো ভোল্ট লাইনের পুরানো পরিবাহী তার পরিবর্তন করার জন্য রাজ্যকে সত্তর কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া আরও চুয়াত্তর কিলোমিটার পিকে বাড়ি থেকে ধর্মনগর এবং ধর্মনগর থেকে দুর্লভছড়া পর্যন্ত ১৩২ কিলো ভোল্ট পরিবাহী তার পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সংক্রান্ত স্মার্ট ট্রেনিং ইনস্টিটিউট গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুয়াল্লিশ কোটি ছেচল্লিশ লক্ষ টাকা ব্যয়ে ত্রিপুরা SLDC-তে SCADA আপগ্রেডেশন করার বিষয়েও অনুমোদন মিলেছে। ভারত সরকার এবং বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহযোগিতায় NERPSIP প্রোজেক্টের মাধ্যমে যে সকল নতুন বিদ্যুৎ সাব স্টেশন গঠিত হচ্ছে এবং আগামীদিনে হবে তার জন্য অতিরিক্ত কর্মী আধিকারিকদের বেতনভাতা সংক্রান্ত সমস্ত খরচ কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের তরফে বহন করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে চব্বিশতম উত্তর-পূর্বাঞ্চলীয় আঞ্চলিক পাওয়ার কমিটির বৈঠকে বিদ্যুৎমন্ত্রী এ দিন ভাষণ দেন। এর আগে মঙ্গলবার একই স্থানে অনুষ্ঠিত হয়েছে চব্বিশতম টেকনিক্যাল কো-অর্ডিনেশন কমিটির বৈঠক। উভয় বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপন অধিকর্তা দেবাশিস সরকার এবং বিদ্যুৎ পরিবহণ বিভাগের জেনারেল ম্যানেজার TPTL রঞ্জন দেববর্মা। উত্তর পূর্বাঞ্চলীয় পাওয়ার কমিটির বৈঠকে এ দিন বিদ্যুৎমন্ত্রী জানান, রাজ্যের ডবল ইঞ্জিন সরকার ত্রিপুরায় বিদ্যুৎ বিতরণ এবং উৎপাদন দক্ষতা জোরদার ও উন্নত করতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের (এডিবি) সাথে ২২৭৫ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। সিপাহিজলা জেলার রুখিয়া এবং গোমতী জেলার গুমতি হাইড্রো প্রকল্প দুটির ব্যাপক সংস্কারের জন্য পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে গ্যাসভিত্তিক রুখিয়া বিদ্যুৎ প্রকল্প থেকে তেষট্টি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এবং প্ল্যান্টের আধুনিকায়নের মাধ্যমে এর স্থাপিত ক্ষমতা দ্বিগুণ করা হবে। একইভাবে ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের ক্ষমতা পাঁচ মেগাওয়াট থেকে বাড়িয়ে দশ মেগাওয়াটে করা হবে। এই প্রকল্পের অধীনে বণ্টন আধুনিকীকরণ এবং নির্ভরযোগ্যতার উন্নতির মধ্যে রয়েছে কভারড কণ্ডাক্টর, হাই- এর মতো আধুনিক প্রযুক্তির ভোল্টেজ ডিস্ট্রিবিউশন সিস্টেম (এইচভিডিএস), ফন্ট প্যাসেজ ইণ্ডিকেটর (এফপিআই), অটো-রিক্লোজার এবং সেকশানলাইজার, রিং মেইন ইউনিট (আরএমইউ), স্টেট অব দ্য আর্ট ট্রান্সফরমার টেস্টিং ল্যাব, স্মার্ট মিটারিং ইত্যাদি। উল্লেখ্য, নর্থ ইস্ট রিজিওন পাওয়ার সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রোজেক্ট(এনইআরপিএসআইপি) ভারত সরকার এবং বিশ্বব্যাঙ্ক দ্বারা অর্থায়ন করা হচ্ছে। এর মাধ্যমে পরিকাঠামোগতভাবে যে উন্নয়ন হবে এতে গোটা উত্তর- পূর্বাঞ্চলই লাভবান হবে। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ আশা প্রকাশ করে বলেন, তার বিশ্বাস পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইণ্ডিয়া লিমিটেড অবশিষ্ট কাজগুলিকে ত্বরান্বিত করবে এবং খুব শীঘ্রই প্রকল্পটি সম্পূর্ণ করবে। প্রধানমন্ত্রী সহজ বিজলী হর ঘর যোজনা (সৌভাগ্য), দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা, সমন্বিত বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প এই অঞ্চলের দরিদ্রতম মানুষের ঘরে আলো জ্বালিয়েছে। বিদ্যুৎমন্ত্রী বলেন, উত্তর-পূর্বাঞ্চল আঞ্চলিক পাওয়ার কমিটি হলো উত্তর-পূর্ব অঞ্চলের বিদ্যুৎ ক্ষেত্রের সমস্ত প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করার এবং কিছু
ঐক্যমত আনার জন্য সবচেয়ে উপযুক্ত ফোরাম। উত্তর-পূর্ব রাজ্যগুলির স্বার্থে, ভারত সরকারের কাছে সাধারণ মতামত এবং সমস্যাগুলিকে সম্মিলিতভাবে উপস্থাপন করার জন্যও এই সুযোগটি ব্যবহার করা উচিত। বেঙ্গালুরুতে ইণ্ডিয়া এনার্জি উইক ২০২৩-এর সাম্প্রতিক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবুজ শক্তির বিষয়ে ভারতের প্রতিশ্রুতি এবং প্রচেষ্টাকে কীভাবে সমগ্র বিশ্ব প্রত্যক্ষ করছে তার একটি স্পষ্ট অন্তঃদৃষ্টি দিয়েছেন। এ সময়ে সৌরবিদ্যুতের ক্ষমতাও কুড়ি গুণের বেশি বেড়েছে। বায়ু শক্তির ক্ষমতার দিক থেকে আজ ভারত বিশ্বে চতুর্থস্থানে রয়েছে। ত্রিপুরার গোমতী জেলায় ডম্বুর হ্রদে একশো ত্রিশ মেগাওয়াট ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ত্রিপুরা পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা সম্ভাব্যতা অধ্যয়নের এনটিপিসির সাথে একটি সমঝোতা স্বাক্ষর করেছে। প্রস্তাবিত একশো ত্রিশ মেগাওয়াট ভাসমান বিদ্যুৎ কেন্দ্রটি ২০৩০ সালের মধ্যে দুশো মেগাওয়াট সৌরশক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে। এদিকে, মঙ্গলবার উত্তর পূর্বাঞ্চলের বিদ্যুৎ ক্ষেত্রের আধিকারিকদের নিয়ে আঞ্চলিক শক্তি কমিটির (এনইআরপিসি) চব্বিশতন কারিগরি সমন্বয় কমিটির সভাও অনুষ্ঠিত হয়।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

17 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

17 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

17 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

17 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

2 days ago