তামাকের বিরুদ্ধে জনসাধারণকে সচেতনতার ডাক

এই খবর শেয়ার করুন (Share this news)

১ মে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে । বিশ্ব স্বাস্থ্যসংস্থার পক্ষ থেকে এবছর সিগারেট বর্জন করে স্বাস্থ্যের সঙ্গে পরিবেশের সুরক্ষা বজায় রাখার ডাক দেওয়া হয়েছে । বিশ্ব ধুমপান বিরোধী দিবস উপলক্ষ্যে নারায়ণ সুপার স্পেশালিটি হাসপাতাল হাওড়ার ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসকেরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তামাকের বিরুদ্ধে জনসাধারে সচেতন হওয়ার ডাক দিলেন । তামাক বা সিগারেট , বিড়ি গুটখা বা জর্দার মতো বিভিন্ন তামাকজাত পণ্যর নেশা বিভিন্ন ধরনের ক্যানসারের প্রধান কারণ । কিন্তু সংখ্যাটা ঠিক কতঃ হেড অ্যান্ড নেক ক্যানসারের ৯০ % ক্ষেত্রে দায়ি হল তামাক । আবার এর ন প্রধান ওরাল বা মুখের ক্যানসার । আমাদের দেশে সব থেকে বেশি জর্দা, গুটখা বা দোক্তার মতো চেবানো বা মুখে রাখার মতো তামাকজাত পণ্যের নেশা করা হয় বলে ওরাল ক্যানসারে আমাদের দেশ একেবারে প্রথম সারিতে । নারায়ণ সুপার স্পেশালিটি হাসপাতালের সিনিয়র ক্লিনিক্যাল অংকোলজিস্ট ডা . বিবেক আগরওয়াল জানিয়েছেন , ক্যানসার , হার্ট ডিজিজ ও অন্যান্য মারণ অসুখে আমাদের দেশে প্রতি ৪০ সেকেন্ডে ১ জন , দৈনিক ২২০০ জন এবং বছরে কমপক্ষে ৮ লক্ষ মানুষ মারা যান সিগারেট , বিড়ি আর গুটথা খেয়ে । প্যাসিভ স্মোকিং – এর শিকার হয়ে মারা যান বছরে প্রায় ৬ লক্ষ মানুষ ।

এই হাসপাতালেরই ওপর সিনিয়র অঙ্কলজিস্ট ডা . আশুতোষ দাগার জানিয়েছেন , স্মোকাররা সিগারেটের ধোঁয়ার সঙ্গে নিকোটিন ছাড়াও বেঞ্জিন , বিভিন্ন ধরনের নাইট্রোস অ্যামিন , ক্যাডমিয়াম ধাতুর কণার মতো বহু ক্ষতিকর রাসায়নিক নিজের শরীরে টেনে নেন । এর মধ্যে অন্তত আঠাশটি ‘ কারসিনোজেনিক বা ক্যানসার উদ্দীপক । বিড়ি , চুরুট বা হুঁকোর মতো কোনও কিছুর নেশাই সিগারটের মতো কম ক্ষতিকারক নয় । আবার গুটখা , জর্দা বা নস্যির মতো মুখে রাখা বা শোঁকার মতো তামাক উপজাতেও থাকে একই রকম ক্ষতিকর রাসায়নিক দ্রব্য । এই জন্যই স্মোকিং বা জর্দা , পান কী গুটখা ক্যানসার , হার্টের রোগ থেকে ইনফার্টিলিটি বহু অসুখের প্রধান কারণ । ‘ তামাক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ’ এই বিধি সন্মত সতর্কীকরণ সকলেই জানেন কিন্তু নেশাকারীরা কেউই মানেন না । ’ কারণটাই বোধহয় বলেছেন আমেরিকান ঔপন্যাসিক মারিও পুজো তাঁর গড ফাদার উপন্যাসে । তার কথায় ধূমপান ক্ষতিকর জেনেও কেউ ছাড়েন না কারণ সকলেই মনে করেন যে , সিগারেট খেয়ে কেউ আগামী কাল মারা যাবেন না । কিন্তু তামাকের স্লো পয়জনিং যে কতটা ভয়ঙ্কর সেটি একজন শেষ পর্যায়ের ক্যানসার রোগীর কষ্ট দেখে বোঝা যায় । তাই সাংবাদিক সম্মেলনের উপস্থিত চিকিৎসক ও নারায়ণ সুপার স্পেশালিটি হাসপাতালের পক্ষ থেকে ক্যানসার বিশেষজ্ঞ ডা . চন্দ্ৰকান্ত এম ভি বিশ্ব ধূমপান বিরোধী দিবসের প্রাক্কালে সকলকে তামাক বর্জনের আহ্বান জানালেন ।

Dainik Digital

Recent Posts

ডিজিটাল ঘৃণা!!

বাংলাদেশে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা গেছিল, চট্টগ্রামে বা বাংলাদেশের জাতীয় পতাকার উপরে কেউ একটি…

17 hours ago

নারিকেলকুঞ্জে ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্ট ২৪’র উদ্বোধন!

অনলাইন প্রতিনিধি :-৩ ডিসেম্বর বিকেলে ধলাই জেলার গন্ডাতুইসা মহকুমার নারিকেলকুঞ্জে ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্ট ২০২৪'র…

18 hours ago

এডিসির উন্নয়নে দেশের সরকার আমাদের সাথে একমত : প্রদ্যোত!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যেএডিসির মান উন্নয়নে সরাসরি অর্থ প্রদানের দিকেই এগিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার।মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের…

18 hours ago

আইসিইউ স্বল্পতা, বিভাগে পরিকাঠামো মেডিসিন সংকটে দুর্ভোগ!!

অনলাইন প্রতিনিধি :-শতবর্ষের বেশি প্রাচীন রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত ভিএম নাম পরিবর্তনে আইজিএম হাসপাতালের চিকিৎসা পরিকাঠামোর…

18 hours ago

মিডডে মিলের অন্তর্জলি দিয়ে স্কুলের ভেতরে চলছে শ্রাদ্ধের রান্না!!

অনলাইন প্রতিনিধি :-ঘটনাটি ঘটেছে কাটোয়ার গাফুলিয়া দাস পাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলেই মঙ্গলবার সকাল…

1 day ago

জাতীয় পুরষ্কারে ভূষিত “দৈনিক সংবাদ “

অনলাইন প্রতিনিধি :-" INDIAN CHANGEMAKERS AWARD 2024 " শীর্ষক জাতীয় পুরষ্কারে ভূষিত হলো দেশের উত্তর…

2 days ago