পূর্বোত্তর আন্ত:রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সামগ্রিকভাবে চ্যাম্পিয়নের শিরোপা দখল করেছে মণিপুর । রানার্স আসাম । সেখানে স্বাগতিক ত্রিপুরা টিম চ্যাম্পিয়নশিপে চমৎকার লড়াই করলেও সফলতা পায়নি । তবে ম্যান মিক্সড ডাবলসে , সিনিয়র মিক্সড ডাবলস এবং জুনিয়র মিক্সড ডাবলসের সেমিফাইনালে চমৎকার লড়াই করে শেষ পর্যন্ত হেরে গেছে । তিনটি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন ত্রিপুরার প্লেয়াররা । সিনিয়র মিক্সড ডাবলসে রীতেশ কোঠারি ও রূপশ্রী নাথ । জুনিয়র মিক্সড ডাবলসে সম্পূর্ণ চৌধুরী ও দীপজ্যোতি কুন্ডু এবং ম্যান ডাবলসে রীতেশ কোঠারি ও আরকে মনজিৎ সিং সেমিফাইনালের লড়াইয়ে হেরেছে । তারা প্রত্যেকেই ব্রোঞ্জ পেয়েছেন । সামগ্রিকভাবে দেখা গেলে ত্রিপুরার দখলে মেডেল সংখ্যা কম হলেও প্লেয়াররা তাদের পারফরম্যান্সে ছাপ রেখেছে । গত আট সেপ্টেম্বর থেকে ব্যাডমিন্টনের এই আসর শুরু হয়েছিল রাজধানীর এনএসআরসিসির ইন্ডোর হলে । ইন্ডিভিজুয়াল ইভেন্টে ৯৪ এবং টিম ইভেন্টে ৯৪ টি পদকের জন্য লড়াই হয়েছে এই আসরে । স্বাগতিক ত্রিপুরা সহ পূর্বোত্তরের মোট আটটি রাজ্য এই চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে । খেলোয়াড়ের সংখ্যা ছিল ১৪৭ জন । ২০১১ সালে একবার আগরতলায় পূর্বোত্তর আন্ত : রাজ্য ব্যাডমিন্টন আসর বসেছিল । মাঝে দীর্ঘ সময় পর আবার পূর্বোত্তর আন্ত : রাজ্য ব্যাডমিন্টন আসর আয়োজনের দায়িত্ব পেলো ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন । পূর্বোত্তর আসর সুষ্ঠু ও সফলভাবে শেষ হওয়ায় সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সচিব সঞ্জীব সাহা ।
অনলাইন প্রতিনিধি :-রাজ্য এবার ধান ও সবজির পাশাপাশি ডাল জাতীয় শস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে…
সর্বস্বান্ত গফুর, গ্রাম ছেড়ে মেয়ে আমিনার হাত ধরে ফুলবেড়ের সর্বমা চটকলের দিকে পা বাড়িয়েছিল বাঁচার…
অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…
অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…
পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…
অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…