ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!
তিন দশক পর রাস্তার কার্পেটিং!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘ ৩২ বছর পর শাপমুক্তি ঘটলো আমবাসা পুর পরিষদের ১১ নং ওয়ার্ড এলাকা আমবাসা কলোনির বাসিন্দাদের। ১৯৯০ সালে কলোনি এলাকায় ৭৫০ মিটার রাস্তা তৈরি সহ মেটেলিং করা হয়েছিল। তারপর থেকে দীর্ঘ তিন দশক রাস্তার আর কোনও সংস্কার হয়নি। বারবার রাস্তাটি সংস্কারের দাবি উপেক্ষিত হয়েছে। সম্প্রতি রাস্তাটিকে কার্পেটিং করে চলার উপযোগী করে তোলা হয়েছে। স্থানীয় পূর্ত দপ্তর থেকে রাস্তার কার্পেটিং করায় খুশি এলাকার জনগণ। রাস্তাটি তৈরির জন্য এলাকার মানুষ ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন বিজেপি বিধায়ক পরিমল দেববর্মা সহ আমবাসা পুর পরিষদের কর্মকর্তাদের। ২০১৮ সালে সরকার পরিবর্তনের পরই রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়।