তিন দিন ধরে মায়ের দেহ আগলে রেখেছে পুত্র!!
অনলাইন প্রতিনিধি :-ঘরে মৃত মা তিন দিন ধরে ঘরের দরজা বন্ধ করে মৃত মায়ের দপহ আগলে রেখেছে মানসিক অসুস্থ ছেলে । কাউকে ঘেঁষতে দিচ্ছে না মৃতঃ মায়ের কাছে। রবিবার সন্ধ্যায় দুর্গন্ধ বেরোতেই আশেপাশের লোকজনের টনক নড়ে। শেষে দরজা ভেঙ্গে মৃত দেহ উদ্ধার করে স্থানীয় লোকজন এবং অন্য ভাইয়েরা। ঘটনা বিলোনিয়ার রবীন্দ্র পল্লী এলাকায়। কবে, কখন,কিভাবে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার তা কেউ বলতে পারছে না। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিলোনিয়া শহর জুড়ে । মৃতা বৃদ্ধার নাম নীতু বালা সাহা। বয়স পঁচাশি বছর। বৃদ্ধার চার পুত্র, এক কন্যা। এর মধ্যে মানসিক ভাবে অসুস্হ ছেলের সাথে থাকতেন বৃদ্ধা নীতু বালা সাহা। এলাকা জুড়ে ছড়িয়ে পড়া দুর্গন্ধের উৎস খোঁজতে গিয়েই রহস্য উদঘাটন হয়।