তিন রাজ্যে মুখ্যমন্ত্রী ঠিক করতে পর্যবেক্ষক নিয়োগ।।
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি:-সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে তিন রাজ্যে বিজেপি বিপুল ভাবে জয়ী হয়েছে। এর মধ্যে মধ্যপ্রদেশে বিজেপির হেট্রিক হয়েছে। কিন্তু ফলাফল প্রকাশের পর পাচঁদিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত ছত্রিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, সে জট কিছুতেই কাটাতে পারেনি বিজেপি শীর্ষ নেতৃত্ব। তাই এবার বাধ্য হয়ে বিজেপি তিন রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচন করতে পর্যবেক্ষক নিযুক্ত করল। রাজস্থানের পর্যবেক্ষকের ভূমিকা পালন করবেন রাজনাথ সিং, সরোজ পান্ডে, এবং বিনোদ তাবড়ে। মধ্যপ্রদেশে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে মনোহর লাল, আশা লাখড়া, কে লক্ষ্মণ এবং ছত্রিশগড়ে পর্যবেক্ষকের ভূমিকা পালন করবে অর্জুন মুন্ডা, সর্বানন্দ সনোয়াল এবং দুষন্ত গৌতম। এরা নির্বাচিত বিধায়কদের সাথে কথা বলবেন এবং মুখ্যমন্ত্রী কে হবেন, তা ঠিক করবেন।।