বিস্তীর্ণ তীর্থমুখ ২ মাস বিদ্যুৎহীন, ক্ষোভের মুখে এসডিএম

এই খবর শেয়ার করুন (Share this news)

টানা দুই মাস যাবৎ করবুক ব্লকের অন্তর্গত নিউ গোমতী এডিসি ভিলেজ ও মুখছড়ি এডিসি ভিলেজে বিদ্যুৎ পরিষেবা সম্পুর্নভাবে বন্ধ। যার প্রতিবাদে মঙ্গলবার তীর্থমুখ এলাকায় পথ অবরোধে শামিল হয় । এলাকার শতাধিক নারী – পুরুষ । তুলতে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়তে হয় মহকুমাশাসক পাৰ্থ দাস সহ অন্য আধিকারিকদের । টানা সাত ঘন্টার পথ অবরোধের ফলে নিত্যযাত্রী সহ যানচালক এবং রাজ্য ও বহিঃরাজ্য থেকে আগত পর্যটকদের সীমাহীন দুর্ভোগের শিকার হতে হয় । রাজ্যের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি যে স্থানে গড়ে উঠেছে , সেই তীর্থমুখ এলাকা সহ পার্শ্ববর্তী এলাকায় বিগত দুই মাস যাবৎ বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বিচ্ছিন্ন । শুনতে অবাক লাগলেও হিরার রাজ্যে এটাও সম্ভব । বিদ্যুৎ নিগমের অকর্মন্যতার জন্য দুটি এডিসি ভিলেজের প্রায় দেড় হাজার জনজাতি পরিবার টানা দুই মাস যাবৎ সীমাহীন কষ্ট ভোগ করছে । বিদ্যুৎ পরিষেবার জন্য নিগমের আধিকারিকদের কাছে বারবার আবেদন জানালেও এলাকাবাসীরা কথা পাত্তা দিতে নারাজ আবেদন নিগমকর্তারা । আজ হবে , কাল হবে বলে এলাকাবাসীরা সাথে দীর্ঘ দুই মাস যাবৎ টালবাহানা করছে বলে অভিযোগ । গত এক সপ্তাহ আগে নিগম থেকে বরাত পাওয়া এক ঠিকাদার এলাকাবাসীদের জানায় এলাকাবাসী যদি সাহায্য করে তাহলে দু’দিনের মধ্যে এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে । ঠিকাদারের কথা শুনে এলাকার প্রায় দুই শতাধিক মানুষ জঙ্গল কাটা থেকে শুরু করে বৈদ্যুতিক খুঁটি লাগানো এবং তার টানার কাজে হাত লাগায় । যে সমস্ত পরিবার থেকে শ্রম দিতে পারছে না , তাদের কাছ থেকে নগদ দুশ টাকা করে সংগ্রহ করা হয় ।

সোমবার দুপুরে লাইন সংস্কারের কাজ শেষ হওয়ার পর বিকালে এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা ছিল । কিন্তু রাত পেরিয়ে সকাল হলেও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়ায় মঙ্গলবার সকাল ছয়টা থেকে তীর্থমুখ শিলছড়ি ব্রিজের সামনে শতাধিক মানুষ পথ অবরোধে শামিল হয়েছেন । যতনবাড়ি থেকে মন্দির ঘাট যাতায়াতের প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে পড়ার ফলে রাস্তার দু’ধারে আটকে পড়ে বহু যানবাহন । অবরোধের ফলে ডম্বুর জলাশয় থেকে সংগ্রহ করা মাছ নিয়ে আটকে পড়া ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় । এদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটাস্থলে ছুটে আসেন করবুক মহকুমাশাসক পার্থ দাস করবুক ব্লকের বিডিও ডেভিড হালাম পূর্ত দপ্তরের যতনবাড়ি সাব ডিভিশনের এসডিও সুমিত দেববর্মা , পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মহকুমা আধিকারিক সহ বিদ্যুৎ নিগমের যতনবাড়ি উপভুক্তির সিনিয়র ম্যানেজার প্রমুখরা । মহকুমাশাসক সহ আধিকারিকদের প্রশাসনের আন্দোলনকারীদের চরম বিক্ষোভের মুখে পড়তে হয় । আন্দোলনকারীরা অভিযোগ করেন , বিগত দুই মাস যাবৎ বিদ্যুতের বেহাল অবস্থার কারণে তাদের জনজীবন বিপন্ন হয়ে থাকলেও প্রশাসনের কোনও আধিকারিক একবারের জন্যও খোঁজখবর নেননি । পথ অবরোধ হওয়ায় এলাকাবাসীর সাথে দেখা করার কথা মনে পড়েছে প্রশাসনের আধিকারিকদের। তাই প্রথম অবস্থায় আন্দোলনকারীরা প্রশাসনের সাথে কোনওরকম আলোচনায় আসতে রাজি ছিল না । আন্দোলনকারীদের বিক্ষোভ কর্মসূচির সামনে মহকুমাশাসকও যেন একপ্রকার নিরুপায় হয়ে পড়েন । এদিকে দীর্ঘ সময় যাবৎ চলতে থাকা এই পথ অবরোধের ফলে রাজ্য এবং বহিঃরাজ্য থেকে আগত বেশ কয়েকটি পর্যটকের গাড়ি অবরোধে আটকে পড়ে । এরমধ্যে পশ্চিমবঙ্গ থেকে আগত দুইজন পর্যটক দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর অবরুদ্ধ থেকে আবার ফিরে যেতে বাধ্য হয় । মঙ্গলবার উদয়পুর ও আগরতলা থেকে আগত বেশ কয়েকটি পর্যটক দলের পক্ষে ডম্বুর জলাশয় ও নারিকেল কুঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সৌভাগ্য হয়নি । আন্দোলনকারীদের ক্ষোভ প্রশমিত করতে করবুক মহকুমা প্রশাসনকে আট ঘন্টারও বেশি সময় লেগে যায়। আগামী পাঁচ দিনের মধ্যে এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে বলে মহকুমাশাসক পার্থ দাসকে মুচলেকা দিতে হয় । পাশাপাশি নিউ গোমতী এডিসি ভিলেজ এবং মুখছড়ি এডিসি ভিলেজে মোবাইল টাওয়ার বসানো , পানীয় জল পরিষেবা এবং রাস্তাঘাট সংস্কার করার জন্য মহকুমাশাসকের কাছে এলাকাবাসীদের পক্ষ থেকে দাবি জানানো হয় ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

13 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

14 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

14 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

14 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

14 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

14 hours ago