ঘুম থেকে উঠে মাকড়সা দেখা যে এমন শুভ লক্ষণ হতে পারে, কল্পনাও করতে পারেন সত্তরোর্ধ্ব এই ব্রিটিশ দম্পতি। ঘরের দেওয়ালে মাকড়সা দেখে ঘুম ভেঙে উঠলেন। বাজারে গিয়ে ‘সেট ফর লাইফ’ নামের একটি লটারির টিকিট কিনলেন। তারপর, আক্ষরিক অর্থেই যাকে বলে ইতিহাস। দক্ষিণ-পশ্চিম লন্ডনের বাসিন্দা ডোরিস স্ট্যানব্রিজ পেয়ে গেলেন জ্যাকপট! এরপর থেকে আগামী ত্রিশ বছর ধরে তিনি প্রতি মাসে পেতে পাবেন ১০,০০০ ইউরো (ভারতের অঙ্কে ১০ লাখ ৩৪ হাজার টাকা)।ঘটনাচক্রে এমন দিনে ডোরিসের কাছে জ্যাকপটের খবর জানিয়ে ই-মেইল আসে, যেদিন ওই মহিলা নিজের বাড়িতে জীবনের সত্তর বছর জন্মদিন উদযাপনের পার্টি করছেন। এমন বার্থডে গিফট ক’জনই বা পায়! প্রায় প্রতিটি প্রথম সারির ব্রিটিশ ট্যাবলয়েডে এই খবর প্রকাশিত হয়েছে। যৌবনে পা রাখা ইস্তক মানুষ সারা জীবন টাকার পেছনে ছোটে।কিন্তু বয়স একটা সময়ের পর পায়ে অদৃশ্য লাগাম পরিয়ে দেয়।তখন মানুষকে থামতে হয়। যা কিছু তিনি অর্জন করেছেন এতদিন,সেই ভেঙেই বাকি জীবন পার করতে হয়। কিন্তু যদি বৃদ্ধ বয়সে এসে আচমকা বিরাট লক্ষ্মীলাভ হলে জীবনে যে কী হয়, সংবাদমাধ্যমকে সে কথা বলেছেন ব্রিটেনের এই মহিলা (সঙ্গের ছবি ডোরিস ও তার স্বামী)। ডোরিস বলেছেন,’ এমন জ্যাকপট তিনি পেয়েছেন যা তাদের জীবনের শতবর্ষ পর্যন্ত বাঁচার রসদ জোগাবে। কী মনে করে এই লটারি কেটেছিলেন তিনি ?
ডোরিস বলেন, ‘ঘুম থেকে
উঠে ঘরের দেওয়ালে দেখি
ভয়ঙ্কর মাকড়সা। তারপর বাগানে গিয়েও দেখি, একই ধরনের আরও মাকড়সা। মাকড়সা দেখলে মানুষের কাছে প্রচুর টাকা আসে, এমন একটা অন্ধবিশ্বাস আমার বরাবর ছিল। তাই পত্রপাঠ বাজারে গিয়ে কিনে ফেলি লটারির টিকিট।’ ডোরিস বলেন, “ আমি ৭০তম জন্মদিনে পার্টি করছিলাম। এর মধ্যে আমি দ্য ন্যাশনাল লটারি-র একটি ই-মেইল দেখি। আমি অ্যাপ-এ লগইন করি এই ভেবে যে, হয়তো ১০ ডলার (১ হাজার টাকা) পেতে পারি।
অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…