ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!
তিরুপতির লাড্ডুতে গরু-শুয়োরের চর্বি!!

অনলাইন প্রতিনিধি :-তিরুপতির মন্দিরের প্রসাদে গরুর চর্বি ব্যবহারের অভিযোগ উঠল। আর এই দাবী করেছেন তেলেগু দেশম পার্টির সুপ্রিমো। সত্যতা প্রমান করতে বৃহস্পতিবার রাতে প্রসাদ হিসেবে ব্যবহৃত লাড্ডুর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ল্যাবে। পরীক্ষার পরেই জলের মতো পরিষ্কার হয়ে যায় চন্দ্রবাবু নাইডুর অভিযোগের সত্যতা রয়েছে ৷ বর্তমানে ভক্তদের পরিবেশিত সমস্ত খাবারের কঠোর পরীক্ষা এবং তদারকি করছে নতুন প্রশাসন ৷এই ঘটনায় অন্ধ্রপ্রদেশের আইটি মন্ত্রী নারা লোকেশ জানান, ওয়াইএসআর কংগ্রেস পার্টির জমানায় একাধিক দুর্নীতি হয়েছে রাজ্যে ৷ সেই সমস্ত দুর্নীতির একটি অংশ হল, তিরুমালার প্রসাদ তৈরিতে ভেজাল ঘি-এর ব্যবহার ৷ তবে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর একজন নতুন বির্বাহী কর্তাকে নিযুক্ত করা হয়েছে ৷ পূর্বের বেনিয়মগুলির যাতে পুনারাবৃত্তি না হয়।