Categories: বিদেশ

তীব্র খাদ্যসংকট ইউক্রেনে

এই খবর শেয়ার করুন (Share this news)

ইউক্রেন যুদ্ধের কারণেই বিশ্বে খাদ্য সংকট তৈরি হয়েছে । রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ তা স্বীকার করে নিয়েছেন । আঙ্কারায় তুরস্কের বিদেশমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে এক বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন । অন্যদিকে , ইতালি বলেছে , রাশিয়া যদি শীঘ্রই কৃষ্ণসাগরের বন্দরগুলো চালু না করে , তাহলে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটতে পারে অনাহারে । ইউক্রেনের বন্দরগুলো থেকে কীভাবে খাদ্য শস্যবাহী জাহাজ আবার চলাচল শুরু করতে পারে , তা নিয়ে তুরস্ক মধ্যস্থতার চেষ্টা করছে । যুদ্ধ শুরুর পর ইউক্রেন থেকে বিশ্বে খাদ্য রফতানি বন্ধ হয়ে যায় এবং খাদ্যশস্যের দাম বাড়তে শুরু করে ।

আঙ্কারার বৈঠক শেষে লাভরভ .বলেছেন , রাশিয়া কৃষ্ণ সাগরে ইউক্রেনের বন্দরগুলো মাইন – মুক্ত করতে প্রস্তুত । যদি ইউক্রেনিয়ানরাও একই সঙ্গে কাজটি করতে রাজি হয়েছে । তবে ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেল রাশিয়ার বক্তব্যকে ‘ মিথ্যা ‘ বলে বর্ণনা করেছেন । তিনি বলেছেন , রাশিয়া খাদ্য সরবরাহকে এখন অস্ত্র হিসেবে ব্যবহার করছে । ইউক্রেনের বন্দরগুলো অবরোধ করছে । কৃষিজমিকে রণক্ষেত্রে পরিণত করেছে এবং বিশ্বে দুর্ভিক্ষের সৃষ্টি করছে । বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান ডেভিড বিসলি হুঁশিয়ারি দিয়েছেন , যদি ইউক্রেনের বন্দরগুলো খুলে দেওয়া না হয় , এটি হবে বিশ্বের খাদ্য নিরাপত্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল ।

এদিকে ইতালি হুঁশিয়ারি দিয়ে বলেছে , রাশিয়া যদি শীঘ্রই কৃষ্ণসাগরের বন্দরগুলো খুলে না দেয় , তাহলে বিশ্বে লাখ লাখ মানুষ অনাহারে মারা যাবে । ইতালির বিদেশমন্ত্রী লুইগি ডি মাইও বলেছেন , খাদ্য সরবরাহ আটকে দেওয়ার মানে হচ্ছে লাখ লাখ নারী – পুরুষ – শিশুকে জিম্মি করা এবং তাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া । তিনি , আগামী কয়েক সপ্তাহ হবে খুবই গুরুত্বপূর্ণ । রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে , ইউক্রেনের রুশ অধিকৃত একটি বন্দর বেরডিনস্ক থেকে হয়তো চলতি সপ্তাহে খাদ্য পাঠানো শুরু হতে পারে । ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেছেন , ইউক্রেন মূলত রাষ্ট্রসংঘের মাধ্যমে খাদ্যশস্য পরিবহনের বিষয়টি সুরাহা করার চেষ্টা করছে । তিনি বলেছেন , বন্দরগুলো চালু করতে গিয়ে যেন কোনওভাবেই ইউক্রেনের নিরাপত্তার ঝুঁকি তৈরি না হয় , যেন এই পথ ধরে রাশিয়া হামলা চালাতে না পারে , সেটা দেখতে হবে । ইউক্রেন বলেছে , নিরাপদে খাদ্যশস্য পরিবহনের জন্য যে রুট খোলার কথা হচ্ছে , সেটির নিরাপত্তার দায়িত্ব তুরস্কের নৌবাহিনীকে দেওয়া হলে তাদের আপত্তি নেই ।

Dainik Digital

Recent Posts

ইএসআইর ডিসপেনসারির বেহাল দশায় রোগীরা বিপাকে!!

অনলাইন প্রতিনিধি :-স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে গিয়ে এমপ্লয়িজ স্টেট ইনশিয়োরেন্স কর্পোরেশন (ইএসআইসি) ভুক্ত সাধারণ কর্মচারী…

1 day ago

নয়া উদ্বেগ এইচএমপিভি!!

২০১৯ সালে করোনা মহামারির পাঁচ বছর পর ফের শিরোনামে চিন।এবার এইচএমপিভি (HMPV) নামক নয়া ভাইরাসের…

1 day ago

আরও ২৫ স্কুল বিদ্যাজ্যোতির আওতায়!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যসরকারের বিদ্যাজ্যোতি স্কুলের পড়াশোনাও লাটে উঠেছে। বিদ্যাজ্যোতি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করছে না শিক্ষা…

1 day ago

তীব্র ভূমিকম্প তীব্বতে, মৃত্য মিছিল!!

অনলাইন প্রতিনিধি :-তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু। তাছাড়াও ৬০ জন আহত হয়েছেন। তবে…

1 day ago

এনএইচআইডিসিএলের ভূমিকা রহস্যজনক, প্রশ্নের মুখে সরকার!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়সরকারের সড়ক ও পরিবহণ মন্ত্রক ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমার জাতীয় সড়ক নির্মাণের জন্য…

1 day ago

কাজের মধ্য দিয়ে মানুষের মন জয় করুন: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-ফ্লোরেন্সনাইটিঙ্গেলের কথা স্মরণ করে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ জন্মগ্রহণ…

1 day ago