তীব্র দহনে এসির বিকল্প হিসেবে গাড়িতে গোবর লেপলেন ট্যাক্সি মালিক

এই খবর শেয়ার করুন (Share this news)

বহ্নিমান বৈশাখের তীব্র দহনে প্রাণ ওষ্ঠাগত সকলের। দিনের বেলা বাসে-অটোয় উঠলে ঘর্মাক্ত হওয়া ছাড়া উপায় নেই। এসি গাড়ি হলে তবেই একমাত্র রক্ষা। কিন্তু গাড়িতেও যদি বাতানুকূল যন্ত্র না থাকে,তাহলে?এক অভিনব উপায় বের করেছেন সুভাষ দাস নামে এক গাড়ি-মালিক।এসির বিকল্প হিসেবে গাড়িতে গোবর লেপে দিয়েছেন তিনি।জ্বালাপোড়া গরমে গাড়ির জ্বালানি খরচ এতটাই বেড়ে গিয়েছে যে ভাড়ার গাড়ির অনেক মালিকই খরচ কমাতে এসি চালাচ্ছেন না। তাতেও আবার অন্য সমস্যা। এসি না থাকলে যাত্রীরা গাড়িতে উঠতে চাইছেন না। তাই হুগলির হিন্দমোটর নন্দনকানন এলাকার এক গাড়ি- মালিক এসির বিকল্প হিসেবে নিজের গাড়িটাই গোবরে লেপে দিয়েছেন (ছবি)।গাড়ি ঠান্ডা রাখার এমন অভিনব পদ্ধতি দেখে এলাকার লোকজনও স্তম্ভিত।গোবর লেপা গাড়ি নিয়েই রাস্তায় ছুটছেন সুভাষ দাস। অনেকে তার গাড়ির এমন অবতার দেখে হাসাহাসি করছেন। কিন্তু কোনও ভ্রূক্ষেপ নেই সুভাষবাবুর।কেন এমন পন্থা? সুভাষ বলেন, ‘গ্রামের বাড়িতে অনেক সময় উঠোন গোবর দিয়ে নিকানো হয়। এতে বাড়ির আশপাশ অনেকটাই ঠান্ডা থাকে। তাই পরীক্ষামূলকভাবে আমি গাড়িতে গোবর লেপে দিয়েছি। হাতেনাতে ফলও পেয়েছি।’ সুভাষ জানান, প্রচণ্ড গরমে এসি না চালালে অনেক প্যাসেঞ্জারই গাড়িতে উঠতে চাইছেন না। তেলের খরচ এতটাই বেড়েছে যে এসি চালালে খরচ পোষানো যাচ্ছে না। গোবর অনেকটা এসির কাজও করছে। ভাড়াও মিলছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দা পাপ্পু সিং রসিকতা করে সংবাদমাধ্যমকে বলেন, ‘যেখানে আমাদের দেশের নেতা-নেত্রীরা বলছেন গরুর দুধে,গোমূত্রে সোনা
পাওয়া যাচ্ছে সেখানে গোবরে
এসির উপাদান থাকাও অসম্ভব নয়।’ হিন্দমোটর এলাকার কয়েকজন গাড়ির চালক জানান, গাড়ির বডিতে যদি গোবর লাগানো হয়, তাতে ক্ষতি খুব একটা হয় না। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে গোবর যাতে কোনওভাবে ইঞ্জিনে না চলে যায়। তবে প্রশ্ন উঠেছে,গোবর লাগানো গাড়িতে ‘যাত্রীরা উঠবেন কি না। স্থানীয় মানুষ জানান, এসি না চালিয়ে যদি কম খরচে প্যাসেঞ্জার তার আরাম পায় তবে নিশ্চয়ই উঠবে। তবে আপাতত সুভাষের দেখাদেখি তার কয়েকজন বন্ধুও খরচ কমানোর জন্য গাড়িতে গোবর লাগাবেন বলে ঠিক করেছেন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

20 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

21 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

22 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

22 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

22 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

23 hours ago