তৃনমূলে জ্যোতিষী নেই, তাই কত আসনে জয় বলতে পারবো নাঃ পিযুষ!!

 তৃনমূলে জ্যোতিষী নেই, তাই কত আসনে জয় বলতে পারবো নাঃ পিযুষ!!
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সন্ত্রাসের খবর উঠে এসেছে। ভয়-ভীতি, অগ্নিসংযোগ থেকে শুরু করে হত্যা সংঘটিত করা হচ্ছে বিভিন্ন জায়গায়। বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল তখনও সন্ত্রাস হয়েছে। বিগত ২৫ বছর ও এই ৫ বছরে বহু রক্ত ঝরেছে এ রাজ্যে। বর্তমানেও গণতন্ত্র বিপন্ন।
শনিবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথাগুলি বললেন প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস।
তিনি আরও বলেন, এই নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়া থেকে আটকানোর চেষ্টা হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন ও প্রশাসনের তৎপরতায় সেটা সম্ভব হয়নি। পাশাপাশি নির্বাচন কমিশন ও প্রশাসনের সক্রিয় ভূমিকা পালনের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, এ রাজ্যে কোটি কোটি টাকা খরচ করে মানুষকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে এই নির্বাচনে। প্রত্যন্ত অঞ্চলে গরিবদের মধ্যে প্রচুর টাকা দেওয়া হয়েছে তাদেরকে প্রভাবিত করার জন্য।
তৃণমূলের জয় নিয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “দুই দলের মধ্যে জ্যোতিষীরা বসে আছেন, তারা প্রত্যেকদিন বলে দিচ্ছেন কে কতটি আসনে জয়ী হবে, আমি তা বলতে পারবো না।” পাশাপাশি তিনি এদিন গননার পর রাজ্যের সমগ্র অংশের মানুষ ও রাজনৈতিক দলগুলির কাছেও শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহবান জানান।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.