দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সন্ত্রাসের খবর উঠে এসেছে। ভয়-ভীতি, অগ্নিসংযোগ থেকে শুরু করে হত্যা সংঘটিত করা হচ্ছে বিভিন্ন জায়গায়। বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল তখনও সন্ত্রাস হয়েছে। বিগত ২৫ বছর ও এই ৫ বছরে বহু রক্ত ঝরেছে এ রাজ্যে। বর্তমানেও গণতন্ত্র বিপন্ন।
শনিবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথাগুলি বললেন প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস।
তিনি আরও বলেন, এই নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়া থেকে আটকানোর চেষ্টা হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন ও প্রশাসনের তৎপরতায় সেটা সম্ভব হয়নি। পাশাপাশি নির্বাচন কমিশন ও প্রশাসনের সক্রিয় ভূমিকা পালনের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, এ রাজ্যে কোটি কোটি টাকা খরচ করে মানুষকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে এই নির্বাচনে। প্রত্যন্ত অঞ্চলে গরিবদের মধ্যে প্রচুর টাকা দেওয়া হয়েছে তাদেরকে প্রভাবিত করার জন্য।
তৃণমূলের জয় নিয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “দুই দলের মধ্যে জ্যোতিষীরা বসে আছেন, তারা প্রত্যেকদিন বলে দিচ্ছেন কে কতটি আসনে জয়ী হবে, আমি তা বলতে পারবো না।” পাশাপাশি তিনি এদিন গননার পর রাজ্যের সমগ্র অংশের মানুষ ও রাজনৈতিক দলগুলির কাছেও শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহবান জানান।
অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…
অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…