তেইশ ভোটে কংগ্রেসের ঘোষণাপত্রে ২০ প্রতিশ্রুতি

 তেইশ ভোটে কংগ্রেসের ঘোষণাপত্রে ২০ প্রতিশ্রুতি
এই খবর শেয়ার করুন (Share this news)

বিধানসভা নির্বাচনে রবিবার ২০ দফা ঘোষণাপত্র প্রকাশ করেছে কংগ্রেস । গরিব এবং মধ্যবিত্ত অংশের চাহিদার কথা মাথায় রেখেই এদিন এই ঘোষণাপত্র প্রকাশ বলে জানিয়েছেন বিধায়ক সুদীপ রায়বর্মণ। তিনি বলেন, এটি কোনও জুমলা পার্টি নয় যে ঢালাও প্রতিশ্রুতি দিয়ে পরবর্তী সময়ে এর একটিও সঠিকভাবে করতে পারলাম না। শাসক বিজেপিকে উদ্দেশ্য করে সরাসরি বলেন, আঠারো বিধানসভা নির্বাচনের আগে ২৯২টি প্রতিশ্রুতি দিয়ে এর কোনওটিই সঠিকভাবে পালন করা হয়নি।প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সুদীপ রায়বর্মণ এদিন যে ঘোষণাপত্র দিলেন।এর সর্বাগ্রে রয়েছে আইনশৃঙ্খলা।মহিলাদের বিরুদ্ধে অপরাধ বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথাও উল্লেখ করা হয়। ঘোষণাপত্রে ছিলো দুর্নীতি দমনে লোকায়ুক্ত আইন সংশোধনের । মাধ্যমে শক্তিশালী করার বিষয়টি।রয়েছে বিদ্যুৎ চুরি এবং ট্রান্সমিশন বিষয়ক লোকসান বন্ধের মাধ্যমে ১৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি দেওয়ার ঘোষণা। দলের পক্ষে প্রকাশিত এই ঘোষণাপত্রে সরকারী হাসপাতালে গরিবদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা চালু করা এবং দ্রুততার সাথে সুপার স্পেশালিটি পরিষেবা সম্প্রসারণ করার কথাও জানানো হয়। অন্য বিষয়গুলির মধ্যে রয়েছে বিপিএল পরিবারের কন্যা সন্তানের বিবাহের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান, কন্যা সন্তানদের কেজি থেকে পিজি পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা এবং বিশেষভাবে সক্ষম সন্তানদের শিক্ষার জন্য বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান খোলা। উচ্চশিক্ষা ও ব্যবসার জন্য যুব ক্রেডিট কার্ডও চালু করা হবে। এর মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত সুদবিহীন ঋণ প্রদান ব্যবস্থা থাকবে।ধান ক্রয়ের ক্ষেত্রে কুইন্টাল প্রতি যে ২,০৪০ টাকা দেওয়া হচ্ছে তা বাড়িয়ে ২,৫০০ টাকা করা হবে। ঘোষণাপত্রে ড্রাগস কারবারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথাও উল্লেখ করা হয়। রয়েছে ১৪টি অত্যাবশ্যকীয় পণ্য সুলভমূল্যে গণবন্টন ব্যবস্থার মাধ্যমে সরবরাহ করার বিষয় ।১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের বাস্তবসম্মত সমাধানের জন্য উদ্যোগ নেওয়া এবং প্রয়াত শিক্ষক পরিবারগুলিকেও এর আওতায় আনা, সৰ্বশিক্ষা অভিযানের শিক্ষক- অশিক্ষকদের হাইকোর্টের রায় কার্যকরী করা, সংখ্যালঘুদের আর্থিক ও সামাজিক জীবনযাত্রার মানোন্নয়নে একটি সুসংহত প্যাকেজও ঘোষণা করে
কংগ্রেস। এছাড়াও সরকারী দপ্তরে নিয়মিতভাবে শূন্যপদ পূরণ করা এবং আগামী ৫ বছরে ৫০ হাজার বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করা হয় ঘোষণাপত্রে। এডিসি নিয়ে যে বিষয়টি উল্লেখ করা হয় তাতে অধিক ক্ষমতা প্রদানের লক্ষ্যে সংবিধানের ১২৫তম সংশোধনী বিল সংসদে পাস করানোর উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানায় কংগ্রেস। ঘোষণাপত্রে রাজ্যের প্রত্যেক গরিব পরিবারে সিলিণ্ডার প্রতি ৫০০ টাকা ভর্তুকি দেওয়া হবে বলেও জানানো হয়। আরও যেসব বিষয়গুলি ছিলো তাতে সরকারী কর্মচারীদের পুরনো পেনশন স্কিম চালু করা, স্থির বেতনের কর্মচারীদের ২ বছরের মধ্যে নিয়মিত করা, অনিয়মিত ও চুক্তিবদ্ধ কর্মচারীদের নিয়ম মেনে নিয়মিত করা, কর্মচারীদের গ্র্যাচুয়িটি ১৫ লক্ষ টাকা করা,বছরে দু’বার কর্মচারীদের মহার্ঘভাতা প্রদান করা, বহিঃরাজ্যে কর্মরত টিএসআর জওয়ানদের ফিরিয়ে আনা, ডাই-ইন হারনেস স্কিমকে সরলীকরণ করার মতো বিষয়গুলিও ছিলো উল্লেখযোগ্য। এদিন ঘোষণাপত্র প্রকাশ করে সুদীপবাবু বিজেপির জামানত জব্দ করতে রাজ্যের বাম কংগ্রেস সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন। সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কিছু অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি। বলেন, জিরো পোল ভায়োলেন্সের কথা বলা হলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই পিছু ছাড়ছে না সন্ত্রাস। সাংবাদিক সম্মেলনে সর্বভারতীয় কংগ্রেস সম্পাদিকা জারিতা লাইত ফ্লাং-ও উপস্থিত ছিলেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.