তেলিয়ামুড়ায় কার্নিভাল!!

অনলাইন প্রতিনিধি :- শারদীয় দূর্গোৎসব’কে কেন্দ্র করে এবছর প্রথম বারের মত কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে তেলিয়ামুড়ায়।
এলাকার বিধায়িকা কল্যানী সাহা রায়ের উদ্যোগে আগামী শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এই কার্নিভাল। শহর ও শহর লাগোয়া ক্লাব সহ মোট ৯ টি পুজোকে নিয়ে হচ্ছে এই কার্ননিভাল।

ক্লাবে ক্লাবে চলছে এর চুড়ান্ত প্রস্তুতি। চলছে কার্নিভাল’কে স্বার্থক রুপ দিতে কমিটির ব্যস্ততা। সেই সঙ্গে বিধায়িকা নিজে কার্নিভালের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার অম্পি চৌমুহনীতে আসেন। অম্পি চৌমুহনীতে হচ্ছে ভি.আই.পি স্টেজ। এরই প্রস্তুতির ব্যাস্ততা লক্ষ করা গেল বৃহিস্পতিবার।