তেলিয়ামুড়ায় বাম টিকিট প্রত্যাশিদের ঠান্ডা লড়াই!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। রাজ্য বিধানসভার ভোট উৎসবের বিউগল বেজে উঠেছে। সবকটি রাজনৈতিক দল সহ আঞ্চলিক দল গুলিও ভোট উৎসবের জন্য শক্তির মহড়া দিয়ে যাচ্ছে। কোন রাজনৈতিক দলই বিনা যুদ্ধে বিন্দুমাত্র জমি ছাড়তে নারাজ। সবকটি রাজনৈতিক দলই ভোট উৎসবের মধ্য দিয়ে বিধানসভায় যেতে চাইছে। বাস্তবে তা কতটুকু সম্ভব! তা কিন্তু লাখ টাকার প্রশ্ন। গত ২০১৮ সালের বিধানসভা ভোটে রাজ্যের মানুষ ক্ষমতাসীন বামফ্রন্টকে বর্জন করেছিল। বর্তমানে রাজ্যের ৬০ টি বিধানসভা কেন্দ্রে সিপিআইএম দলের টিকিট প্রত্যাশিদের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়েছে। এমনটাই খবর মেলার মাঠের লাল বাড়ি সূত্রে। এর মধ্যে অন্যতম হচ্ছে ২৮ নং তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রটি।
এই কেন্দ্রে সিপিআইএম দলের টিকিটের দাবিদার প্রাক্তন বিধায়িকা গৌরী দাস, সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, আইনজীবী ভাষ্কর দেব, বাম নেতা সুবীর সেন সহ এলাকার এক স্বনামধন্য গৃহশিক্ষকও রয়েছে। এনিয়ে সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় স্তরে ঠান্ডা লড়াই চলছে। তেলিয়ামুড়া বিধানসভার রাজনৈতিক ময়দানে কান পাতলেই সেই লড়াইয়ের কানাঘুষো শোনা যাচ্ছে। তবে কে পাবেন টিকিট?সেটা সময়ই জানা যাবে।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিপিআইএম দলের টানা দুই বারের বিধায়িকা তথা বাম নেত্রী গৌরী দাসের এবার টিকিট পাওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ, ২০১৮ বিধানসভা নির্বাচনে তেলিয়ামুড়ার বর্তমান বিধায়িকা কল্যানী রায়ের কাছে প্রায় সারে সাত হাজার ভোটে পরাজিত হয়েছিলেন।ভোটে হেরে যাওয়া পর থেকে তাকে আর সেই ভাবে স্বতঃস্ফূর্ততার সঙ্গে দলের বিভিন্ন দলীয় কর্মসূচিতে দেখা যায়নি। তবে শেষ পর্যন্ত কি হয় সেটা জানার জন্য অপেক্ষা তো করতেই হবে।