তেলিয়ামুড়ায় বাম যুবাদের আন্দোলন
দৈনিক সংবাদ অনলাইন।। সাত দফা দাবিকে সামনে রেখে শুক্রবার DYFI, এবং TYF তেলিয়ামুড়া মহকুমা কমিটির যৌথ উদ্যোগে এক র্যালী ও সভা অনুষ্ঠিত হয়।
রেগা ও টুয়েপের দুর্নীতি বন্ধ করে ২০০ দিনের কাজের নিশ্চয়তা ও মজুরি বৃদ্ধি,
JRBT র মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি পরিক্ষার ফলাফল প্রকাশ করে দ্রুত নিয়োগ করা, TET উওির্নদের দ্রুত নিয়োগ করা, বছরে দুবার টেট পরিক্ষা গ্রহন করা, এবং প্রতি বছর ৫০ হাজার সরকারি চাকুরী প্রদানের প্রতিশ্রুতি পুরন সহ মোট ৭ ( সাত) দফা দাবীতে আন্দোলন কর্মসুচি পালন করা হয়।