তেলেঙ্গানার রাজ্যপাল যীষ্ণু দেববর্মণকে নাগরিক সংবর্ধনা!!
অনলাইন প্রতিনিধি :-তেলেঙ্গানার রাজ্যপাল তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণকে শনিবার ত্রিপুরা সরকারের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।মান্দাইয়ের খরাঙ হলে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল যীষ্ণু দেববর্মণের উদ্দেশে বলেন, আপনি এই রাজ্যের ভূমিপুত্র এবং ত্রিপুরার রাজপরিবারের কৃতী সন্তান।আমরা গর্বিত যে আপনি এই রাজ্যের প্রথম ব্যক্তি যিনি তেলেঙ্গানা রাজ্যের সাংবিধানিক প্রধান পদে আসীন হয়েছেন।ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে অত্যন্ত গৌরবের বিষয়। মুখ্যমন্ত্রী বলেন, যীষ্ণু দেববর্মণ শুধু একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ নন, তিনি একাধারে কবি, লেখক, শিল্পী। জনজাতি সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে তার চিন্তাভাবনা ও কর্মকৌশলতা নতুন দিশার সূচনা করেছে। জনজাতি সম্প্রদায়ের উন্নয়নের পাশাপাশি রাজ্যের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে তার বলিষ্ঠ পদক্ষেপ নতুন পথের দিশা দেখাবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যপাল যীষ্ণু দেববর্মণ। তিনি ত্রিপুরার প্রতিনিধি হয়ে তেলেঙ্গানায় কাজ করার সুযোগ পাবার জন্য এবং জনজাতি সম্প্রদায়ের একজনকে এত বড় সাংবিধানিক পদে নিয়োজিত করার জন্য তিনি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।তিনি বলেন,অবিলম্বে মিটে যাবে।তিনি জানান, তবে
ভারত বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছে এবং ভারত আশা করছে সীমান্তে দুদেশেরই নিরাপত্তা যেন অটুট থাকে।এ জন্য সীমান্তরক্ষী বাহিনী প্রতিনিয়তই সজাগ রয়েছে।