তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে সুড়ঙ্গ। বাড়ছে উদ্বেগ। শ্রমিকদের সঙ্গে যোগাযোগও সম্পূর্ণ ভাবে বিছিন্ন হয়ে গিয়েছে। ফলে সমস্যা আরও ভাবিয়ে তুলছে। সুড়ঙ্গের সাড়ে ১৩ কিলোমিটার ভিতরে আটকে রয়েছেন ওই আট শ্রমিক। সুড়ঙ্গের ভিতরে ঢুকেছেন উদ্ধারকারীরা। কিন্তু সমস্যা কয়েক গুণ বাড়িয়ে তুলেছে সুড়ঙ্গের ভিতরের কাদাজল। তাই এগোতে পারছেন না তাঁরা। শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করতে তাঁদের নাম ধরে ডাকা হচ্ছে এই আশায় যে, ওঁদের তরফ থেকে কোনও উত্তর আসবে! ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর বেশ কয়েকটি দল উদ্ধারের কাজে নেমেছে। উদ্ধারের জন্য ডাকা হয়েছে সেনাও।অক্সিজেনের যেন ঘাটতি না ঘটে তার জন্য সুড়ঙ্গের ভিতরে অক্সিজেন পাঠানো হয়েছে।কাদা জল বের করার জন্য ১০০ হর্সপাওয়ারের পাম্প আনা হয়েছে। উদ্ধারকারীরা জানাচ্ছেন, ১১ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পেরেছেন তাঁরা। কিন্তু শ্রমিকদের উদ্ধার করতে আরও আড়াই কিমির বাধা পেরোতে হবে তাঁদের। সেই বাধা পেরোনোই এখন উদ্ধারকারীদের কাছে বড় চ্যালেঞ্জ।