তেলের পর্যাপ্ত জোগানেও বহাল নিয়ন্ত্রণ: দুর্ভোগ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-জ্বালানি তেলের পর্যাপ্ত জোগান থাকলেও দুর্ভোগ বহাল। বিভিন্ন পাম্পে পাম্পে এখনও লম্বা লাইন রয়ে গেছে। রাজ্যের রাজধানী শহর আগরতলায় ইন্ডিয়ান ওয়েলের প্রায় সবকয়টি পাম্পে তেল রয়েছে।তেল রয়েছে রাজ্যের অন্যান্য জেলা ও মহকুমা সদর সহ পুরো রাজ্যের ইন্ডিয়ান ওয়েলের প্রায় সবকয়টি পাম্পে।তারপরও যানবাহনের মালিক ও চালকদের মধ্যে অজানা এক শঙ্কা রয়ে গেছে। তেল শেষ হয়ে যাওয়ার এই শঙ্কায় বাতাস দিয়েছে প্রশাসনিক সিদ্ধান্ত।সোমবার পর্যন্ত জ্বালানি তেলের উপর আরোপ করা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়নি।
এই কারণে বিশেষত বাইক ও স্কুটি চালকরা ভিড় জমাচ্ছেন পাম্পগুলিতে।অনেকে একাধিকবার লাইনে দাঁড়িয়ে যথা সম্ভব বেশি তেল সংগ্রহ করে দিতে চাইছেন।আর এর প্রভাবে পাম্পে পাম্পে ভিড় বেড়ে চলছে।দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে বিভিন্ন পাম্পে দ্বিচক্র যানের জন্য মাত্র ২০০টাকার তেল মিলছে।তাতে একাধারে শঙ্কা ও ক্ষোভ বাড়ছে।বাড়ছে দুর্ভোগও।তেল সংগ্রহের জন্য পাম্পে পাম্পে লাইনে দাঁড়ানো বড় অংশের প্রশ্ন, পর্যাপ্ত যোগান থাকলেও এখনও নিয়ন্ত্রণ রয়ে গেছে কেন।এর জন্য তারা মূলত দুষছেন রাজ্য প্রশাসনকে।এ নিয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হয় রাজ্যের খাদ্য, জন সংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারীর সঙ্গে।তিনি রাজ্যের বাইরে থাকার কথা উল্লেখ করে বলেন, আর এক দুইদিন নিয়ন্ত্রণ চালু থাকবে। তার কারণ অবশ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেননি।তিনি এটাও মানতে চাননি যে দপ্তরে নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত চালু থাকায় ভোগান্তি বাড়ছে।দেখা দিয়েছে অকারণ শঙ্কা।তার বক্তব্য, পুরো বিষয় খতিয়ে দেখার পর প্রত্যাহার করা হবে জ্বালানি তেলের উপরের দপ্তরের নির্দেশিকা।বাস্তবে এই নির্দেশিকা মানুষের দুর্ভোগে ফেলে বলে পেট্রোল পাম্পে যুক্ত সহ দুর্ভোগে পড়া মনুষের বড় অংশের বক্তব্য।

Dainik Digital

Recent Posts

মডেল রেশনশপ হচ্ছে ৬০০টি, উপকৃত ১.১৭ লক্ষ কৃষক,সাত বছরে ৪৪৫ কোটি টাকার ধান ক্রয় : বিধানসভায় সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে যতদিন বিজেপি সরকার ক্ষমতায় থাকবে ততদিন কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান…

23 hours ago

দুই এপ্রিল থেকে পর্ষদের খাতা দেখা!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের উত্তর পত্র মূল্যায়ন শুরু হবে ২ এপ্রিল থেকে।১৫ এপ্রিলের…

23 hours ago

‘জাত’ ইস্যুতে ফের ওয়াকআউট, ব্যাকফুটে সিপিএম,বিরোধী নেতার প্রিভিলেজ বাতিল পাল্টা গৃহীত রতনের অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-'জাত' ইস্যুতে বুধবারও উত্তাল হলো রাজ্য বিধানসভা। শুধু তাই নয়, এই ইস্যুতে বুধবার…

23 hours ago

অবিশ্বাস্য! প্রায় ১০০ বছর পর আমেরিকার লাইব্রেরিতে ফিরল বই!!

অনলাইন প্রতিনিধি :-অনেকে রসিকতা করে বলেন যে, দোকান থেকে বই কখনও 'চুরি' হয় না,বলতে হয়…

24 hours ago

সহাস্যে বাজার!!

কবির গানের ভাষা ধার করে বলা যায় 'বহু যুগের ওপার হতে আষাঢ় এল…!' দীর্ঘ দগ্ধ…

1 day ago

স্কুলে ২৫ জন শিশুর হাতে ব্লেডের আঘাত!!

অনলাইন প্রতিনিধি :-পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম এই চার শ্রেণি মিলিয়ে ২৫ জন ছাত্রের হাতে…

2 days ago