তৃণমূল-বাম অপ্রাসঙ্গিকঃ কংগ্রেস

এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্যের উত্তর জেলার একঝাক নেতানেত্রী যোগ দিলেন কংগ্রেসে । প্রদেশ কংগ্রেস নেতৃত্বের দাবি অনুসারে সব মিলিয়ে বিভিন্ন দলের চুরাশিজন নেতানেত্রী যোগ দিয়েছেন দলে । তাদের মধ্যে রয়েছেন রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে স্বীকৃত সিপিআই ( এম ) এর পঞ্চাশজন , শাসকদলের প্রধান শরিক বিজেগির শিজন ও তৃণমূল কংগ্রেসের নয়জন নেতানেত্রী । ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের আপন খুড়তুতো ভাই বাসুদেব সেন রয়েছেন এই দলে । বুধবার দুপুরে স্থানীয় পোস্ট অফিস চৌমুহনীস্থিত প্রদেশ কংগ্রেস কার্যালয়ে তাদের দলে বরণ করে নেওয়া হয় । এ উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুদীপ রায় বর্মণ দাবি করেন , দেশ ও রাজ্যে এখন কংগ্রেসই একমাত্র বিকল্প । তিনি দেশ ও রাজ্যের ক্ষমতা থেকে বিজেপিকে হটানোর প্রশ্নে তৃণমূল কংগ্রেস এবং সিপিআই ( এম ) -কে অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করেন । বলেন , তৃণমূল কংগ্রেস মূলত পশ্চিমবঙ্গভিত্তিক দল ।

ত্রিপুরার প্রতি এই দলের কোনও আগ্রহ নেই । এ কথা পূর্বেও প্রমাণিত হয়েছে বলে জানান শ্রীরায় বর্মণ । সিপিআই ( এম ) -কে ক্ষয়িষ্ণু শক্তি বলে দাবি করে তার বক্তব্য , দলটি তিন রাজ্যের বাইরে বেরোতে পারেনি । কংগ্রেসই একমাত্র সারাদেশে লড়াই করার শক্তিতে রয়েছে বলেও তার দাবি । দিনের দলবদল অনুষ্ঠান ও সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের সর্বভারতীয় কমিটির সম্পাদক ও ত্রিপুরার পর্যবেক্ষক জারিতা লাইটপ্লাও , প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল রায় , প্রদেশ কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি আশিস কুমার সাহা প্রমুখ অংশ নেন । তারা এ দিন কংগ্রেসে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন । সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে জানান , আসন্ন উপনির্বাচনে চারটি বিধানসভা আসনে কংগ্রেসের প্রার্থী তালিকা তৈরি করে দলের শীর্ষনেতৃত্বের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে । শীর্ষনেতৃত্বের অনুমোদনের ভিত্তিতে ৪ জুন প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করা হয়েছে ।

এ দিন কংগ্রেসে যোগদানকারীদের মধ্যে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের ভাই বাসুদেব সেন ছাড়া রয়েছেন চয়ন ভট্টাচার্য । তিনি ধর্মনগর নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারপার্সন ও সিপিআই ( এম ) জেলা কমিটির ও সিআইটিইউর রাজ্য কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন । এছাড়া , কর্মচারী নেতা ও সিপিআই ( এম ) সদস্য দীপ্তেন্দু নাগ , বিজেপির স্থানীয় নেতৃত্ব মন্মথ নাথ , সিপিআই ( এম ) -এর শ্রমিক নেতা নিরঞ্জন নাথ , বিজেপি নেত্রী অপর্ণা দেবনাথ , ধর্মনগর পুর পরিষদের নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ রায় , বিজেপির মহিলা মোর্চা নেত্রী মিত্রা সরকার , একই দলের নলিনী কান্ত পাল , নীলকণ্ঠ দাস , সিপিআই ( এম ) -এর বদরুল ইসলাম , প্রদীপ দে , দেবাশিস দাস প্রমুখ রয়েছেন বলে জানানো হয় প্রদেশ কংগ্রেসের তরফে ।

Dainik Digital

Recent Posts

আলু, ধান, সবজির সাথে ডাল চাষেও এগোচ্ছে ত্রিপুরা : রতন!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য এবার ধান ও সবজির পাশাপাশি ডাল জাতীয় শস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে…

7 hours ago

চটকলের আখ্যান!!

সর্বস্বান্ত গফুর, গ্রাম ছেড়ে মেয়ে আমিনার হাত ধরে ফুলবেড়ের সর্বমা চটকলের দিকে পা বাড়িয়েছিল বাঁচার…

7 hours ago

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

1 day ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

1 day ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

2 days ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

2 days ago