দৈনিক সংবাদ অনলাইন।। মঙ্গলবার রাত থেকে উত্তর জেলার পানিসাগর মহকুমার খেদাছড়া হাই স্কুল মাঠে শুরু হয় ৩০ তম রাজ্য ভিত্তিক হজাগিরি উৎসব। এদিন সন্ধ্যায় এম ডি সি তথা তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন হজাগিরি উৎসবের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন অন্যান্য এমডিসিরা এবং মহকুমা শাসক। হজাগিরি উৎসবের উদ্বোধন করে প্রদ্যৎ কিশোর বলেন, পূর্বে রাজ্যে হজাগিরি উৎসবের দিন এডিসি এলাকায় সরকারি বন্ধ ছিল না। আমি আমার এমডিসি দের সাথে কথা বলে প্রতি বছর এডিসি এলাকায় হজাগিরি উৎসবের দিন ছুটি ঘোষনা করেছি। এর কারণ আমি মন থেকে ব্রু সমাজকে ভালোবাসি।
ব্রু রা এ রাজ্যের ভূমি পুত্র । ব্রু রা রিফিউজি নন। এ রাজ্যে আপনাদের অধিকার রয়েছে। এই অধিকারের জন্য আত্ম বিশ্বাসের প্রয়োজন রয়েছে। আর এই আত্ম বিশ্বাসের জন্য প্রয়োজন একতা। একতা থাকলে যে কোন অসাধ্যকে সাধন করা সম্ভব।
মঙ্গলবার বিকেল থেকেই ৩০ তম হজাগিরি উৎসবকে ঘিরে জাতি, জনজাতিদের উপচে পরা ভীড় ছিল খেদাছড়া স্কুল ময়দানে। মাঠের চারিদিকেই রাজ্যের উপজাতিদের পরম্পরাগত পোষাক ও গহনার দোকান সহ বিশাল মেলার আয়োজন ছিল। উদ্বোধনের পরেই উৎসব মঞ্চে শুরু হয় রাজ্য ও বহিরাজ্য থেকে আসা জাতি জনজাতি লোক নৃত্যের দল গুলোর পরিবেশনা। মঙ্গলবার সারারাত ধরে চলে এই অনুষ্ঠান। বুধবার বিকেলে উৎসবের সমাপ্তি হয়।
মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…
কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…
অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…
অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…
মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…
অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…