ত্রিপুরার ঘরে তিনটি পদক

 ত্রিপুরার ঘরে তিনটি পদক
এই খবর শেয়ার করুন (Share this news)

বিহারের পাটনায় অনুষ্ঠিত ৩৩ তম পূর্বাঞ্চলীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে একটি রৌপ্যসহ মোট চারটি পদক জিতলো ত্রিপুরা । পদক তালিকায় একটি রৌপ্য এবং তিনটি ব্রোঞ্জ পদক রয়েছে । মহিলাদের ৪ × ৪০০ মিটার রিলেতে রৌপ্য পদক পেয়েছে ত্রিপুরা । অপরদিকে পুরুষদের ৪ × ৪০০ মিটার রিলেতে ব্রোঞ্জ পদক জিতেছে ত্রিপুরা । পুরুষদের রিলের ইভেন্টটিতে ছিলেন কুশ কুমার দত্ত , শুভঙ্কর দে , গৌরব দেবনাথ ও অনিকেত শীল । অপরদিকে মহিলাদের রিলে ইভেন্টটিতে ছিলেন অনুচিতা সরকার , শাহনাজ আক্তার , দীপশিখা সূত্রধর ও পুরবী দাস । অন্যদিকে , অনূর্ধ্ব ১৪ বয়স গ্রুপে ছেলেদের বিভাগে জেভলিন থ্রো ইভেন্টটিতে ব্রোঞ্জ পদক জিতেছে আকাশ সরকার । , অপরদিকে অনূর্ধ্ব ১৩ বয়স গ্রুপে মেয়েদের বিভাগে ৮০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ পদক জিতেছে স্মৃতি দাস । উল্লেখ্য , গত ১০-১৪ সেপ্টেম্বর পাটনায় অনুষ্ঠিত হয়েছে পূর্বাঞ্চলীয় জুনিয়র অ্যাথলেটিক্সের এই আসর । পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে এই প্রতিযোগিতা হয়েছে । সচিব রূপক দেবরায়ের ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন এই আসরটিতে ৭১ জনের টিম পাঠিয়েছিল । যার মধ্যে ৬৮ জন অ্যাথলিট ছিল । তিনজন অফিসিয়াল । বাইরে টিম পাঠানোর ক্ষেত্রে সহযোগিতা করেছিল ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব রূপক দেবরায় । পদক জয়ী সহ টিমের সমস্ত খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন তিনি ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.