রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা ফেব্রুয়ারী মাসে করার উদ্যোগ!!
ত্রিপুরার দুর্দান্ত উত্তরপ্রদেশ জয়!
বরোদায় বিসিসিআইর জাতীয় সিনিয়র মহিলাদের একদিনের ক্রিকেটে আজ ত্রিপুরার শিকার তারকাখচিত শক্তিশালী উত্তরপ্রদেশ। আজ রিজু, মৌচৈতি এবং মামনের ব্যাটে ভর দিয়ে অন্নপূর্ণা বাহিনী উত্তরপ্রদেশের বিরুদ্ধে দুর্ধর্ষ তিন উইকেটে জয় পায়। গতকাল গুজরাটের কাছে ম্যাচ হারার পর আজ ত্রিপুরার মেয়েদের উত্তরপ্রদেশ জয় নিশ্চিতভাবে শ্রাবণীদের মনোবল চাঙ্গা করবে। উত্তরপ্রদেশের মতো টিমকে হারানোর জন্য ত্রিপুরা টিমকে অভিনন্দন জানিয়েছেন টিসিএ সচিব তাপস ঘোষ। ত্রিপুরার পরবর্তী প্রতিপক্ষ অপর শক্তিশালী দল মধ্যপ্রদেশ। আজ বরোদায় ত্রিপুরা বনাম উত্তরপ্রদেশের ম্যাচটি ছিল টানটান উত্তেজনাপূর্ণ। তবে শেষ হাসি হাসে ত্রিপুরা। সকালে উত্তরপ্রদেশ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু শুরুতেই ধাক্কা। ওপেনার একতা (০) রান আউট হয়। তবে উত্তরপ্রদেশকে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট হন অধিনায়িকা মুসকান মালিক ৫৯ বলে ৪২, আরশি ৭৫ বলে ৩৬ রান করে। তবে শিপ্রা গিরি ৩৫ বলে ২০ এবং নিশু চৌধুরী ৩৫ বলে ৩৪ রান করে দলের ভিত মজবুত করার চেষ্টা করে। একটা সময় উত্তরপ্রদেশের রান ছিল চার উইকেটে ১৩৯ । কিন্তু এরপরই ত্রিপুরার বোলাররা চেপে ধরে। অন্বেষা দাস, অন্নপূর্ণা দাস উত্তরপ্রদেশের ব্যাটসম্যানদের উপর বোলিং হামলা চালায় । উত্তরপ্রদেশ চার উইকেটে ১৩৯ রান থেকে ১৮২ রানে অলআউট। খেলে ৪৭.০৫ ওভার। তবে জবাব দিতে নেমে ত্রিপুরার শুরুটাও কিন্তু ভালো হয়নি। অম্বিকা দেবনাথ (০), সুধারাণী (০), নিকিতা দেবনাথ (৪) পরপর আউট। মাত্র ৩৮ রানে তিন উইকেট। মৌচৈতি দেবনাথ দলকে টেনে তুলে। মৌচৈতি ৭১ বলে সাতটি চারের সাহায্যে ৫৬ রান করে। তবে মৌচৈতির পর হঠাৎ ধাক্কা। অন্নপূর্ণা (0), অন্বেষা (৭) আউট। ত্রিপুরা ৯৩ রানে ছয় উইকেট। রিজু ও শিউলি হাল ধরে। এরা ৩৩ রান যোগ করে। তবে দলীয় ১২৬ রানে শিউলি (১৯ বলে ২০) যখন বিদায় নেয় তখনও ত্রিপুরাকে আরও ৫৭ রান করতে হবে। ক্রিজে তখন রিজুর সঙ্গী হয় মামন । রিজু ও মামন জুটি একটা অসাধারণ ইনিংস উপহার দেয়। ত্রিপুরা তিন ওভার বাকি রেখেই সাত উইকেটে ১৮৫ রান করে ম্যাচ জিতে নেয় তিন উইকেটে। রিজু ১০৫ বলে ৫৬ (৪×৫) এবং মামন রবিদাস ৩৪ বলে ৩৩ (৩×৪) রান করে।