Categories: খেলা

ত্রিপুরার দুর্দান্ত উত্তরপ্রদেশ জয়!

এই খবর শেয়ার করুন (Share this news)

বরোদায় বিসিসিআইর জাতীয় সিনিয়র মহিলাদের একদিনের ক্রিকেটে আজ ত্রিপুরার শিকার তারকাখচিত শক্তিশালী উত্তরপ্রদেশ। আজ রিজু, মৌচৈতি এবং মামনের ব্যাটে ভর দিয়ে অন্নপূর্ণা বাহিনী উত্তরপ্রদেশের বিরুদ্ধে দুর্ধর্ষ তিন উইকেটে জয় পায়। গতকাল গুজরাটের কাছে ম্যাচ হারার পর আজ ত্রিপুরার মেয়েদের উত্তরপ্রদেশ জয় নিশ্চিতভাবে শ্রাবণীদের মনোবল চাঙ্গা করবে। উত্তরপ্রদেশের মতো টিমকে হারানোর জন্য ত্রিপুরা টিমকে অভিনন্দন জানিয়েছেন টিসিএ সচিব তাপস ঘোষ। ত্রিপুরার পরবর্তী প্রতিপক্ষ অপর শক্তিশালী দল মধ্যপ্রদেশ। আজ বরোদায় ত্রিপুরা বনাম উত্তরপ্রদেশের ম্যাচটি ছিল টানটান উত্তেজনাপূর্ণ। তবে শেষ হাসি হাসে ত্রিপুরা। সকালে উত্তরপ্রদেশ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু শুরুতেই ধাক্কা। ওপেনার একতা (০) রান আউট হয়। তবে উত্তরপ্রদেশকে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট হন অধিনায়িকা মুসকান মালিক ৫৯ বলে ৪২, আরশি ৭৫ বলে ৩৬ রান করে। তবে শিপ্রা গিরি ৩৫ বলে ২০ এবং নিশু চৌধুরী ৩৫ বলে ৩৪ রান করে দলের ভিত মজবুত করার চেষ্টা করে। একটা সময় উত্তরপ্রদেশের রান ছিল চার উইকেটে ১৩৯ । কিন্তু এরপরই ত্রিপুরার বোলাররা চেপে ধরে। অন্বেষা দাস, অন্নপূর্ণা দাস উত্তরপ্রদেশের ব্যাটসম্যানদের উপর বোলিং হামলা চালায় । উত্তরপ্রদেশ চার উইকেটে ১৩৯ রান থেকে ১৮২ রানে অলআউট। খেলে ৪৭.০৫ ওভার। তবে জবাব দিতে নেমে ত্রিপুরার শুরুটাও কিন্তু ভালো হয়নি। অম্বিকা দেবনাথ (০), সুধারাণী (০), নিকিতা দেবনাথ (৪) পরপর আউট। মাত্র ৩৮ রানে তিন উইকেট। মৌচৈতি দেবনাথ দলকে টেনে তুলে। মৌচৈতি ৭১ বলে সাতটি চারের সাহায্যে ৫৬ রান করে। তবে মৌচৈতির পর হঠাৎ ধাক্কা। অন্নপূর্ণা (0), অন্বেষা (৭) আউট। ত্রিপুরা ৯৩ রানে ছয় উইকেট। রিজু ও শিউলি হাল ধরে। এরা ৩৩ রান যোগ করে। তবে দলীয় ১২৬ রানে শিউলি (১৯ বলে ২০) যখন বিদায় নেয় তখনও ত্রিপুরাকে আরও ৫৭ রান করতে হবে। ক্রিজে তখন রিজুর সঙ্গী হয় মামন । রিজু ও মামন জুটি একটা অসাধারণ ইনিংস উপহার দেয়। ত্রিপুরা তিন ওভার বাকি রেখেই সাত উইকেটে ১৮৫ রান করে ম্যাচ জিতে নেয় তিন উইকেটে। রিজু ১০৫ বলে ৫৬ (৪×৫) এবং মামন রবিদাস ৩৪ বলে ৩৩ (৩×৪) রান করে।

Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

18 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

19 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

19 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

2 days ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

2 days ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

3 days ago