Categories: খেলা

ত্রিপুরার দুর্দান্ত উত্তরপ্রদেশ জয়!

এই খবর শেয়ার করুন (Share this news)

বরোদায় বিসিসিআইর জাতীয় সিনিয়র মহিলাদের একদিনের ক্রিকেটে আজ ত্রিপুরার শিকার তারকাখচিত শক্তিশালী উত্তরপ্রদেশ। আজ রিজু, মৌচৈতি এবং মামনের ব্যাটে ভর দিয়ে অন্নপূর্ণা বাহিনী উত্তরপ্রদেশের বিরুদ্ধে দুর্ধর্ষ তিন উইকেটে জয় পায়। গতকাল গুজরাটের কাছে ম্যাচ হারার পর আজ ত্রিপুরার মেয়েদের উত্তরপ্রদেশ জয় নিশ্চিতভাবে শ্রাবণীদের মনোবল চাঙ্গা করবে। উত্তরপ্রদেশের মতো টিমকে হারানোর জন্য ত্রিপুরা টিমকে অভিনন্দন জানিয়েছেন টিসিএ সচিব তাপস ঘোষ। ত্রিপুরার পরবর্তী প্রতিপক্ষ অপর শক্তিশালী দল মধ্যপ্রদেশ। আজ বরোদায় ত্রিপুরা বনাম উত্তরপ্রদেশের ম্যাচটি ছিল টানটান উত্তেজনাপূর্ণ। তবে শেষ হাসি হাসে ত্রিপুরা। সকালে উত্তরপ্রদেশ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু শুরুতেই ধাক্কা। ওপেনার একতা (০) রান আউট হয়। তবে উত্তরপ্রদেশকে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট হন অধিনায়িকা মুসকান মালিক ৫৯ বলে ৪২, আরশি ৭৫ বলে ৩৬ রান করে। তবে শিপ্রা গিরি ৩৫ বলে ২০ এবং নিশু চৌধুরী ৩৫ বলে ৩৪ রান করে দলের ভিত মজবুত করার চেষ্টা করে। একটা সময় উত্তরপ্রদেশের রান ছিল চার উইকেটে ১৩৯ । কিন্তু এরপরই ত্রিপুরার বোলাররা চেপে ধরে। অন্বেষা দাস, অন্নপূর্ণা দাস উত্তরপ্রদেশের ব্যাটসম্যানদের উপর বোলিং হামলা চালায় । উত্তরপ্রদেশ চার উইকেটে ১৩৯ রান থেকে ১৮২ রানে অলআউট। খেলে ৪৭.০৫ ওভার। তবে জবাব দিতে নেমে ত্রিপুরার শুরুটাও কিন্তু ভালো হয়নি। অম্বিকা দেবনাথ (০), সুধারাণী (০), নিকিতা দেবনাথ (৪) পরপর আউট। মাত্র ৩৮ রানে তিন উইকেট। মৌচৈতি দেবনাথ দলকে টেনে তুলে। মৌচৈতি ৭১ বলে সাতটি চারের সাহায্যে ৫৬ রান করে। তবে মৌচৈতির পর হঠাৎ ধাক্কা। অন্নপূর্ণা (0), অন্বেষা (৭) আউট। ত্রিপুরা ৯৩ রানে ছয় উইকেট। রিজু ও শিউলি হাল ধরে। এরা ৩৩ রান যোগ করে। তবে দলীয় ১২৬ রানে শিউলি (১৯ বলে ২০) যখন বিদায় নেয় তখনও ত্রিপুরাকে আরও ৫৭ রান করতে হবে। ক্রিজে তখন রিজুর সঙ্গী হয় মামন । রিজু ও মামন জুটি একটা অসাধারণ ইনিংস উপহার দেয়। ত্রিপুরা তিন ওভার বাকি রেখেই সাত উইকেটে ১৮৫ রান করে ম্যাচ জিতে নেয় তিন উইকেটে। রিজু ১০৫ বলে ৫৬ (৪×৫) এবং মামন রবিদাস ৩৪ বলে ৩৩ (৩×৪) রান করে।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

10 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

11 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

11 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

11 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

11 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

11 hours ago