অনলাইন প্রতিনিধি :- ত্রিপুরার নতুন রাজ্যপাল হলেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।বুধবার তেলেঙ্গানার এই বিজেপি নেতা ৭০ বছরের ইন্দ্রসেনা রেড্ডিকে ত্রিপুরার রাজ্যপাল হিসাবে মনোনীত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।বর্তমানে ত্রিপুরার রাজ্যপালের দায়িত্বে আছেন সত্যদেও নারাইন আর্য।বুধবার রাষ্ট্রপতি ভবন থেকে ত্রিপুরা এবং ওড়িশার রাজ্যপালের নিয়োগের কথা ঘোষণা করা হয়। ওড়িশার রাজ্যপাল হচ্ছেন রঘুবর দাস, আর ত্রিপুরার রাজ্যপালের দায়িত্ব নেবেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।উল্লেখ্য, ইন্দ্রসেনা রেড্ডি অবিভক্ত অন্ধ্রপ্রদেশ থেকে বিজেপির টিকিটে বিধায়ক হয়েছিলেন। বর্তমানে তেলেঙ্গানার বিজেপি নেতা হিসাবে পরিচিত ইন্দ্রসেনা রেড্ডি। তিনি ১৯৮৩ সালে প্রথম অন্ধ্রপ্রদেশের বিধায়ক হন। এরপর আরও দু-বার তিনি অন্ধ্রপ্রদেশের বিধায়ক হন।অন্ধ্রপ্রদেশের মালাকপ্যাট কেন্দ্র থেকে তিনি দুই দফায় বিধায়ক হয়েছিলেন।তিনি বিজেপির জাতীয় কার্যকরী সদস্য হিসাবেও দায়িত্ব পেয়েছিলেন। তিনি দক্ষিণের রাজ্য তেলেঙ্গানার বিজেপি সভাপতিও ছিলেন। উল্লেখ্য, ত্রিপুরার বর্তমান রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য’র কার্যকালের মেয়াদ শেষ হয়ে যায় গত ২৫ আগষ্ট। রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা নয়া রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে ত্রিপুরার রাজ্যপাল হিসাবে মনোনয়নে তাকে আন্তরিক অভিনন্দন জানান। শ্রীরেড্ডি ত্রিপুরার বিংশতিতম রাজ্যপাল।
অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…
অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…
অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…
শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…
কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…
অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…