Categories: খেলা

ত্রিপুরার শিকার গোয়া

এই খবর শেয়ার করুন (Share this news)

পেনাল্টি থেকে মেরিনা জমাতিয়ার দেওয়া একমাত্র গোলে দিল্লীতে মেয়েদের অনূর্ধ্ব ১৭ সুব্রত মুখার্জি কাপ স্কুল ফুটবলে গ্রুপপর্বের প্রথম ম্যাচে গোয়ার বিরুদ্ধে জয় নিয়ে মাঠ ছাড়লো ত্রিপুরা । সোমবার দিল্লীর বি আর আম্বেদকর স্টেডিয়ামে আসরে গ্রুপপর্বের প্রথম ম্যাচে ত্রিপুরা ১-০ গোলে গোয়াকে হারায় । ম্যাচে ৪৬ মিনিটে ত্রিপুরা স্পোর্টস স্কুলের হয়ে গোল করেন সহ অধিনায়িকা মেরিনা জমাতিয়া । গোলটি হয় পেনাল্টি থেকে । ত্রিপুরা দলের কেয়া দেববর্মা বল নিয়ে আক্রমণে গেলে পেনাল্টি বক্সে গোয়া দলের এক ফুটবলারের হ্যান্ডবল হয় । এতে পেনাল্টি পেয়ে গোল করতে কোনওরকম ভুল করেননি মেরিনা জমাতিয়া । ম্যাচে দু’দলই দারুণ ফুটবল খেলেছে । লড়াই হয়েছে অনেকটাই সমানে সমানে । এর মধ্যে ত্রিপুরার শ্রেয়া দেব , সিয়ারি ত্রিপুরা ও অলিসা দেববর্মা সুযোগ নষ্ট না করলে ত্রিপুরা আরও গোল পেতে পারতো । বি আর আম্বেদকর স্টেডিয়ামে বিকেল পাঁচটায় ম্যাচটি শুরু হয়েছে এ দিন । গোয়ার বিরুদ্ধে ম্যাচে সোমবার প্রথম একাদশ খেলছেন গোলরক্ষক মলিনা রিয়াং । ডিফেন্সে সাম্পফারি জমাতিয়া ও পৃথা ত্রিপুরা । সাইড ব্যাক হিসাবে খেলবেন মেরিন জমাতিয়া ও এলিসা দেববর্মা । মিডফিল্ডে সায়ারি ত্রিপুরা , মেরিনা জমাতিয়া , সিয়ারি ত্রিপুরা ও শ্রেয়া দেব স্ট্রাইকার কেয়া দেববর্মা ও লোটারি জমাতিয়া । দিল্লী থেকে ত্রিপুরা দলের কোচ সুশান্ত দেববর্মা জানান , আমাদের মেয়েরা যথেষ্ট ভালো খেলেছে । প্রত্যেকেই মাঠে নিজের সেরা পারফরম্যান্স তুলে ধরেছেন । আরও গোল হতে পারতো । কোনওরকম বিরতি ছাড়াই ২৪ ঘন্টার ব্যবধানে আজ গ্রুপের দ্বিতীয় তথা শেষ ম্যাচে ত্রিপুরা প্রতিপক্ষ বিদ্যা ভারতী স্কুলের বিরুদ্ধে খেলতে নামছে । বিকেল পাঁচটায় ম্যাচটি শুরু হবে । ২৪ ঘন্টার মধ্যে ম্যাচ খেলতে নেমে ত্রিপুরা কতটা লড়াই করতে পারবে এ নিয়ে আশঙ্কা রয়েছে । আগামীকাল গ্রুপপর্বের এই ম্যাচটি জিততে পারলে ত্রিপুরা প্রি – কোয়ার্টার ফাইনালে উঠে আসবে । উল্লেখ্য , ২৫ সেপ্টেম্বর দুটো সেমিফাইনাল ম্যাচ । ২৮ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ হচ্ছে ।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

18 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

19 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

20 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

20 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

20 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

21 hours ago