পেনাল্টি থেকে মেরিনা জমাতিয়ার দেওয়া একমাত্র গোলে দিল্লীতে মেয়েদের অনূর্ধ্ব ১৭ সুব্রত মুখার্জি কাপ স্কুল ফুটবলে গ্রুপপর্বের প্রথম ম্যাচে গোয়ার বিরুদ্ধে জয় নিয়ে মাঠ ছাড়লো ত্রিপুরা । সোমবার দিল্লীর বি আর আম্বেদকর স্টেডিয়ামে আসরে গ্রুপপর্বের প্রথম ম্যাচে ত্রিপুরা ১-০ গোলে গোয়াকে হারায় । ম্যাচে ৪৬ মিনিটে ত্রিপুরা স্পোর্টস স্কুলের হয়ে গোল করেন সহ অধিনায়িকা মেরিনা জমাতিয়া । গোলটি হয় পেনাল্টি থেকে । ত্রিপুরা দলের কেয়া দেববর্মা বল নিয়ে আক্রমণে গেলে পেনাল্টি বক্সে গোয়া দলের এক ফুটবলারের হ্যান্ডবল হয় । এতে পেনাল্টি পেয়ে গোল করতে কোনওরকম ভুল করেননি মেরিনা জমাতিয়া । ম্যাচে দু’দলই দারুণ ফুটবল খেলেছে । লড়াই হয়েছে অনেকটাই সমানে সমানে । এর মধ্যে ত্রিপুরার শ্রেয়া দেব , সিয়ারি ত্রিপুরা ও অলিসা দেববর্মা সুযোগ নষ্ট না করলে ত্রিপুরা আরও গোল পেতে পারতো । বি আর আম্বেদকর স্টেডিয়ামে বিকেল পাঁচটায় ম্যাচটি শুরু হয়েছে এ দিন । গোয়ার বিরুদ্ধে ম্যাচে সোমবার প্রথম একাদশ খেলছেন গোলরক্ষক মলিনা রিয়াং । ডিফেন্সে সাম্পফারি জমাতিয়া ও পৃথা ত্রিপুরা । সাইড ব্যাক হিসাবে খেলবেন মেরিন জমাতিয়া ও এলিসা দেববর্মা । মিডফিল্ডে সায়ারি ত্রিপুরা , মেরিনা জমাতিয়া , সিয়ারি ত্রিপুরা ও শ্রেয়া দেব স্ট্রাইকার কেয়া দেববর্মা ও লোটারি জমাতিয়া । দিল্লী থেকে ত্রিপুরা দলের কোচ সুশান্ত দেববর্মা জানান , আমাদের মেয়েরা যথেষ্ট ভালো খেলেছে । প্রত্যেকেই মাঠে নিজের সেরা পারফরম্যান্স তুলে ধরেছেন । আরও গোল হতে পারতো । কোনওরকম বিরতি ছাড়াই ২৪ ঘন্টার ব্যবধানে আজ গ্রুপের দ্বিতীয় তথা শেষ ম্যাচে ত্রিপুরা প্রতিপক্ষ বিদ্যা ভারতী স্কুলের বিরুদ্ধে খেলতে নামছে । বিকেল পাঁচটায় ম্যাচটি শুরু হবে । ২৪ ঘন্টার মধ্যে ম্যাচ খেলতে নেমে ত্রিপুরা কতটা লড়াই করতে পারবে এ নিয়ে আশঙ্কা রয়েছে । আগামীকাল গ্রুপপর্বের এই ম্যাচটি জিততে পারলে ত্রিপুরা প্রি – কোয়ার্টার ফাইনালে উঠে আসবে । উল্লেখ্য , ২৫ সেপ্টেম্বর দুটো সেমিফাইনাল ম্যাচ । ২৮ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ হচ্ছে ।
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…
অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…