প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!
ত্রিপুরার শিল্পীদের হাতে তৈরি হচ্ছে বারানসির ভাস্কর্য!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরার শিল্পীদের হাতে তৈরি ৫০টি ভাস্কর্য যাচ্ছে উত্তর প্রদেশের বারানসিতে।

বারানসির বিভিন্ন ঐতিহ্যবাহী স্হানে এগুলি বসানো হবে। ভারত সরকারের রেল ও সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহায়তা এবং ললিত কলা একাডেমির সহযোগিতায় এই ভাস্কর্য গুলি তৈরি হচ্ছে আগরতলা নজরুল কলাক্ষেত্রে আয়োজিত বিশেষ ওয়ার্কশপে।এই ওয়ার্কশপে ত্রিপুরার প্রতিভাবান শিল্পীরা অংশ নিয়েছেন।

তাদের হাতেই তৈরি হচ্ছে বারানসির বিভিন্ন ঐতিহ্যবাহী ভাস্কর্য গুলি।

শুক্রবার কেন্দ্রীয় পররাষ্ট্র ও সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি নজরুল কলাক্ষেত্রে আয়োজিত সেই ওয়ার্কশপ পরিদর্শন করেন।শিল্পীদের সাথে কথা বলেন।

পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ত্রিপুরার কলা সংস্কৃতি এবং ভাস্কর্যের ভূয়সী প্রশংসা করেন।প্রশংসা করেন ত্রিপুরার ভাস্কর্য শিল্পীদের।