ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া ভিড় আর উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এই উচ্ছ্বাস রাজ্যের সাহিত্য অঙ্গনে যেন সু-বাতাস ছড়িয়েছে। প্রথমবারের মতো আয়োজিত এই সাহিত্য উৎসব পরপর তিনদিন ধরে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যেন এক ভিন্ন রূপ নিয়েছে। সাহিত্যপ্রেমীরা বলছেন, গোটা দেশের এবং বিদেশের কবি সাহিত্যিকদের এমন সম্মেলন, আর এমন আয়োজন এর আগে ত্রিপুরায় কেউ কখনও দেখেননি।
উৎসবের তৃতীয় দিনে বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠানের সূচনা হয় হিন্দি সাহিত্যের দিকপাল সাহিত্যিক অরুণ কমল, রাজ্যের শক্তিমান কবি অশোক দেব, পশ্চিমবঙ্গ থেকে আগত বিশিষ্ট কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়, ডক্টর অনির্বাণ গাঙ্গুলি ও ভীষ্মদেব স্মৃতি পুরস্কার বিজয়ী গল্পকার পারিজাত দত্তের উপস্থিতিতে। তাদের আলোচনায় সাহিত্যপ্রেমী দর্শক-শ্রোতারা বারবার মুগ্ধ হন।
এরপর ‘বাংলা সাহিত্যের সেকাল-একাল’ বিষয়ক আলোচনায় মঞ্চে আসেন দেশবরেণ্য চিকিৎসক ও সাহিত্যিক ডক্টর কুণাল সরকার। তার বক্তব্যে দর্শক-শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে শোনেন। বাংলা সাহিত্যের নানা দিক নিয়ে তার বিশ্লেষণ শ্রোতাদের মন কেড়েছে। অনুষ্ঠান এগিয়ে চলার সাথে সাথে, হঠাৎ আলো জ্বলে উঠে মঞ্চে এবং দর্শকরা উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান বাংলা সাহিত্যের কিংবদন্তি কবি জয় গোস্বামীকে। তাকে উড়ান ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের পক্ষ থেকে বরণ করে নেন সংগঠনের সভাপতি ডা.সুমন্ত চক্রবর্তী, সম্পাদক ড. রণবীর রায়, সহ-সভাপতি সুভাশিষ কর, বিপুল ভৌমিক, যুগ্ম সম্পাদক শুভ্রজিৎ ভট্টাচার্য প্রসেনজিৎ সাহা, বাসুদেব রায় ও অন্য সদস্যরা।
জয় গোস্বামী বলেন, ‘উড়ান’ এবার ত্রিপুরার সাহিত্যচর্চায় এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এ উৎসব শুধু আয়োজনের গুণে নয়, নান্দনিকতায়ও এক অনন্য উচ্চতায় পৌঁছেছে, যা পশ্চিমবঙ্গের জন্যও অনুকরণীয় হতে পারে। তার মতে এ আয়োজনের রূপ ও পরিবেশ জয়পুর লিটারেচার ফেস্টিভ্যালের অনুভূতিবে স্মরণ করিয়ে দেয়। উৎসবের সৌন্দর্য বাড়িয়ে তোলে বীরভূম থেকে আগত বহুরূপী সংস্কৃতিক দলের। শিল্পীরা। তারা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে দাঁড়িয়ে অতিথি, অভ্যাগত ও রাজ্যের সাহিত্যিকদের নান্দনিক সৃষ্টির মাধ্যমে বরণ করেন। এই আয়োজন যেন এক মায়াজাল সৃষ্টি করে সবার মনে।
সন্ধ্যায় কবি জয় গোস্বামীর কবিতা পাঠ ও আলোচনায় রবীন্দ্র ভবনে এক স্বপ্নিল আবহ তৈরি হয়। দর্শক-শ্রোতারা যেন শব্দ ও কবিতার মায়াজালে হারিয়ে যান। তারপরেই মঞ্চে আসেন সদ্য জয়পুর লিটারেচার ফেস্টিভ্যাল মাতিয়ে ফেরা রাজু বাউল ও তার দল। তাদের পরিবেশনায় ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় সন্ধ্যায় এক অন্য মাত্রা যোগ হয়। গোটা প্রেক্ষাগৃহ উচ্ছ্বাসে ভেসে যায়। কবি জয় গোস্বামী নিজেও স্বীকার করলেন, এতো উচ্চস্তরের ভাবনা ও পরিকল্পনা ছাড়া এমন এক সাহিত্য উৎসব আয়োজন করা সম্ভব নয়। তিনি বলেন, উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যাল যেন এভাবেই বছরের পর বছর তার বিজয় ধ্বজা উড়িয়ে চলতে থাকে। প্রতিবছর এই ভাষার মাসে ত্রিপুরা গোটা দেশের সাহিত্যাঙ্গণের বাস স্টপ হোক, এটাই চান জয় গোস্বামী থেকে শুরু করে কুণাল সরকার এমনকি এ রাজ্যের কবি সাহিত্যেরাও। উড়ান পরিবারের সদস্যরাও কথা দিয়েছেন, রাজ্য সরকারের অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতা সহ বেসরকারী স্তরে যে সাহায্য সহযোগিতার দরদি হাত এবার বাড়িয়ে দিয়েছেন, আগামী দিনে তাদের সহযোগিতা পেলে নিশ্চয়ই আয়োজিত হবে এমন ভাবনার আয়োজন। চলতে থাকবে ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যাল দ্বিতীয় তৃতীয় করে আগামী পথ।

Dainik Digital

Recent Posts

উত্তরপ্রদেশে রাজধানী-সহ দুই ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা!!

অনলাইন প্রতিনিধি :-নাশকতার চেষ্টা। উত্তরপ্রদেশে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস। সোমবার…

18 hours ago

কার লাভ কার ক্ষতি!!

জন্মলগ্ন হইতে যে সংঘাত সংঘর্ষের সূচনা হইয়াছিল-দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে এই পর্বের তুমুল…

18 hours ago

দেশে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে,জানাল কেন্দ্র!!

অনলাইন প্রতিনিধি :-বিগত কয়েক সপ্তাহে সিঙ্গাপুর এবং হংকংয়ে বাড়তে থাকা করোনা আক্রান্তদের সংখ্যা হু হু…

18 hours ago

বন্দর নিষেধাজ্ঞা, আইসিপিতে বণিক প্রতিনিধি নিয়ে বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-ভারতের স্থলবন্দর দিয়ে বেশ কয়েকটি বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার প্রেক্ষিতে সোমবার…

19 hours ago

বন্ধ করা হল কাজিরাঙা জাতীয় উদ্যান!!

অনলাইন প্রতিনিধি :-পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ৷ আসন্ন বর্ষাকাল…

20 hours ago

দেশজুড়ে প্রি-খরিফ প্রচারে,ল্যাব-টু-ল্যান্ড কৃষি জাগরণ কৃষিরথে রাজ্য ঘুরবেন রতন!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত দেশজুড়ে 'প্রি-খরিফ ক্যাম্পেইন'শুরু হবে। বিকশিত কৃষি…

20 hours ago