অবশেষে টিসিএর তরফে আজ সরকারীভাবেই জানিয়ে দেওয়া হলো বাংলার তথা ভারতীয় দলের ক্রিকেটার উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা সিনিয়র রাজ্যদলের হয়ে আগামী সিজনে খেলবেন । আজ দুপুরে রাজ্য ক্রিকেট সংস্থার কনফারেন্স হলে আহুত এক সাংবাদিক সম্মেলনে টিসিএর যুগ্ম সচিব ঋদ্ধিমান সম্পর্কে এমনই জানালেন । তবে ঋদ্ধিমান সাহার সঙ্গে রাজ্য ক্রিকেট সংস্থার ঠিক কত টাকার চুক্তি হয়েছে এই বিষয়টা কিন্তু সংস্থার কর্মকর্তারা খোলাসা করেননি । যদিও তারা বলেছেন ঋদ্ধিমান ত্রিপুরার হয়ে সিনিয়র ক্রিকেট দলে খেলতে ইচ্ছুক ।
এর জন্য তিনি নাকি তার ডিমান্ডের কথা টিসিএকে বলেছে । পাশাপাশি টিসিএও তার কাছে একটা বড় অংকের টাকার অফার দিয়েছে । আগামী ৮/৯ জুলাই ঋদ্ধিমান সাহা আগরতলায় এসে টিসিএর সঙ্গে বসবেন । সেখানে উভয় পক্ষে আলোচনার পরই ফাইনাল হবে টাকার অংক । তবে ঋদ্ধিমানকে রাজ্যদলের অধিনায়ক করা হবে কিনা তা নাকি এখনও ঠিক হয়নি বলে জানান যুগ্ম সচিব । অবশ্য দলের ক্রিকেটারের পাশাপাশি দলের মেন্টার হিসাবে যে ঋদ্ধিমানকে চাইছে টিসিএ তা আজ পরিষ্কার করে দেওয়া হয় । ঋদ্ধিমানের পর সিনিয়র দলের জন্য অতিথি ক্রিকেটার হিসাবে আরও দুজনকে আনার পরিকল্পনা রয়েছে টিসিএর ।
তবে সিনিয়র দলের কোচ স্থানীয় না বহি : রাজ্যের হবে তাও আজ খোলাসা করেননি কর্মকর্তারা । এদিকে , ঘরের মেয়ে শ্রাবণী দেবনাথকে রাজ্য জুনিয়র ও সিনিয়র চিফ কোচ করার কথাও আজ সরকারীভাবে জানিয়ে দিয়েছেন কর্মকর্তারা । একই সঙ্গে শ্রাবণীর সঙ্গে এক বছরের জন্য আট লক্ষ টাকার চুক্তি হয়েছে বলেও সংস্থার তরফে এ দিনের সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেওয়া হয় । এদিকে , পুরুষদের সিনিয়র দলের মতো এবার রাজ্য সিনিয়র মহিলা ক্রিকেটেও ভিন রাজ্যের ক্রিকেটার আনতে চলেছে টিসিএ । তবে বর্তমান কমিটির চৌত্রিশ মাসের সময়ে রাজ্য মহিলা ক্রিকেট তেমন উন্নত হয়নি ।
জাতীয় ক্রিকেটে প্রত্যাশিত সাফল্য পায়নি তা তারা বিদায় বেলায় বুঝতে পেরেই ভিন রাজ্যের মহিলা ক্রিকেটার আনার পরিকল্পনা নিয়েছেন বলে দাবি। এদিকে , এ দিনের সাংবাদিক সম্মেলনের শুরুতে রাজ্য ক্রিকেট সংস্থার নতুন সভাপতি তপন লোধ প্রথমবার সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন । তিনি জানান , তার পূর্ববর্তী সভাপতির দেখানো পথেই তিন হাঁটবেন এর বাইরে নয় । তিনি বলেন , আমি খুশি যে খুব শীঘ্রই ঘরোয়া ক্লাব ক্রিকেট শুরু হচ্ছে । আজকের সাংবাদিক সম্মেলনে যুগ্ম সচিব জানান এ বছরের ঘরোয়া ক্রিকেট সিজন ২০২১-২২ আগষ্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চলবে । শুরু হবে জানুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত ।
এদিকে , টিসিএতে নতুন করে তিনটি কমিটি পুনর্গঠন করার কথাও এ দিন জানিয়েছেন । এদিকে , টিসিএ খুব শীঘ্রই পুরুষ দলের ( জুনিয়র সিনিয়র ) জন্য দুজন ফিজিও এবং মহিলা / জুনিয়র সিনিয়র / দলের জন্য দুজন , দুজন করে মোট চারজন ফিজিও নিয়োগ করবে । এর জন্য খুব শীঘ্রই বিজ্ঞাপনও দেওয়া হবে । একই সঙ্গে একজন সহকারী ইঞ্জিনীয়ার ও একজন অ্যাকাউন্টস্ অফিসারের জন্যও বিজ্ঞাপন দেওয়া হবে বলে এ দিন জানানো হয় । আজকের সাংবাদিক সম্মেলনে যুগ্ম সচিব জানান এ বছরের ঘরোয়া ক্রিকেট সিজন ২০২১-২২ আগষ্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চলবে । শুরু হবে জানুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত । এদিকে , টিসিএতে নতুন করে তিনটি কমিটি পুনর্গঠন করার কথাও এ দিন জানিয়েছেন ।
অনলাইন প্রতিনিধি :-স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে গিয়ে এমপ্লয়িজ স্টেট ইনশিয়োরেন্স কর্পোরেশন (ইএসআইসি) ভুক্ত সাধারণ কর্মচারী…
২০১৯ সালে করোনা মহামারির পাঁচ বছর পর ফের শিরোনামে চিন।এবার এইচএমপিভি (HMPV) নামক নয়া ভাইরাসের…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যসরকারের বিদ্যাজ্যোতি স্কুলের পড়াশোনাও লাটে উঠেছে। বিদ্যাজ্যোতি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করছে না শিক্ষা…
অনলাইন প্রতিনিধি :-তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু। তাছাড়াও ৬০ জন আহত হয়েছেন। তবে…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়সরকারের সড়ক ও পরিবহণ মন্ত্রক ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমার জাতীয় সড়ক নির্মাণের জন্য…
অনলাইন প্রতিনিধি :-ফ্লোরেন্সনাইটিঙ্গেলের কথা স্মরণ করে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ জন্মগ্রহণ…