ত্রিপুরা-নাগাল্যান্ডে এগিয়ে বিজেপি!
সংশয় নেই নাগাল্যাণ্ড নিয়ে। জয়ী হচ্ছে বিজেপি এবং এনডিপিপি জোট। ছোটখাটো জয় নয় । বিপুল জয়। কিন্তু মেঘালয়ে বিজেপির জন্য অপেক্ষা করছে দুঃসংবাদ। আবার এককভাবে এনপিপি সরকার গঠন করার পথে। এই দুই রাজ্যের ফলাফলের গতিপ্রকৃতি যদি স্পষ্টই হয়, তাহলে এখনও বিভ্রান্তিতে রাখছে ত্রিপুরা। কারণ, এরকম মিশ্র এবং ভিন্ন সমীক্ষা সংখ্যা নিয়ে সাম্প্রতিককালে কোনও এগজিট পোলের সমাহার সামনে আসেনি।সোমবার দুই রাজ্যের ভোটগ্রহণপর্ব সমাপ্ত হল। তারপরই প্রত্যাশিতভাবে প্রকাশিত হতে শুরু করল একের পর এক এজিট পোলের ফল। সেই ফলাফলে দেখা যাচ্ছে, ত্রিপুরায় কোনও একটি প্রবণতাই সংখ্যাগুরু এমন নয়। টাইমস নাউ – ইটিজি সমীক্ষায় বলেছে, বিজেপি পাবে ২১ থেকে ২৭টি আসন। আবার জি টিভির সমীক্ষা হল, বিজেপির সম্ভাব্য প্রাপ্তি ২৯ থেকে ৩৬টি পাবে। অন্যদিকে, অ্যাক্সিস ইণ্ডিয়া টুডের পক্ষ থেকে বিজেপিকে অনেক এগিয়ে রাখা হচ্ছে। বলা হচ্ছে, বিজেপি পাবে ৩৬ থেকে ৪৫ আসন। অর্থাৎ সেক্ষেত্রে আর কোনও সংশয় নেই। কিন্তু ৩১ আসনের অঙ্ক যে বিজেপি স্পর্শ করতে নাও পারে, এরকম সমীক্ষার আধিক্য থাকায় টানটান উত্তেজনার সৃষ্টি হয়েছে। যদিও অন্য একটি আগ্রহের ভরকেন্দ্র হল কে হবে দ্বিতীয়? বামজোট বনাম তিপ্রা মথার মধ্যে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই। তদ টাইমস নাও ইটিজি বলছে ১২ থেকে ১৭ আসন পাবে তিপ্রা। আর বাম এন জোটের ভাগ্যে যাবে ১৮ থেকে ২৪। পক্ষান্তরে ইণ্ডিয়া টুডের মতে বাম জোট পাবে ৬ থেকে ১১। ৯ থেকে ১৬ পাবে তিপ্ৰা।সুতরাং বোঝাই যাচ্ছে যে, এই দ্বিতীয় স্থানই হতে চলেছে আগামীদিনে ত্রিপুরার অভ্যন্তরীণ রাজনীতির সমীকরণের গতিপথ কোনদিকে যাবে তার একটি ব্যুরে গতিপ্রকৃতির নির্ণায়ক। সব থেকে করুণ হাল কংগ্রেসের। তিন রাজ্যে কংগ্রেসকে নিয়ে কোনও হেলদোল যে দেখা যাচ্ছে না, এটা অন্তত এগজিট পোল থেকে স্পষ্ট। এ দিন প্রকাশিত ফলাফল এজিট পোল অনুযায়ী।যা বহুবার প্রকৃত ফলাফলের সঙ্গে মিলে গিয়েছে। আবার কোনও সময় সম্পূর্ণ ভিন্ন ফলাফল হয়েছে। কিন্তু আস যদি এই প্রবণতা প্রকৃত ফলেও প্রতিফলিত হয়, তাহলে বিজেপির জন্য যথেষ্ট উদ্বেগজনক বার্তা। কারণ, বিজেপি একচ্ছত্রভাবে উত্তর পূর্বে বছর নিজেদের শক্তি বাড়াতে মরিয়া ছিল ২০২৪ সালের আগে। অন্তত মেঘালয় ও ত্রিপুরা থেকেই সেই আশার সপক্ষে অনুকূল বাতাস পাওয়া যাচ্ছে না। কারণ ফলাফল যাই হোক, এটা বোঝা যাচ্ছে প্রথমত কিছুটা হলেও বিজেপি ত্রিপুরায়। মাটি হারাচ্ছে। আর দ্বিতীয়ত মেঘালয় থেকে প্রমাণিত এককভাবে বিজেপি এই রাজ্যগলিতে এখনও এতটা শক্তিশালী নয় যে, ক্রমেই তারা নির্ণায়ক শক্তি হতে পারবে।লোকসভা ভোটের আগে যা সামান্য হলেও উদ্বেগ বিজেপির কাছে। তবে মেঘালয়ে তৃণমূল কংগ্রেস ৮ থেকে দশটি আসন পেতে পারে। বিজেপি দখলে যেতে পারে ৬ থেকে ১১টি আসন।