ত্রিপুরা নিয়ে সিরিয়াস বিজেপিঃ শাহের বাড়িতে দীর্ঘ

 ত্রিপুরা নিয়ে সিরিয়াস বিজেপিঃ শাহের বাড়িতে দীর্ঘ
এই খবর শেয়ার করুন (Share this news)

গুজরাট ও হিমাচলের নির্বাচনি ফলাফল থেকে শিক্ষা নিয়ে আগামী বছরের শুরুতে তিন রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে খুবই সতর্ক পদক্ষেপ নিতে চাইছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। ওই তিন রাজ্যের ভোটের রণকৌশল তৈরিতে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কোনও ফাঁকফোকর রাখতে চাইছে না বলে খবর। বিশেষ করে ত্রিপুরা নিয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব খুবই সিরিয়াস। শুক্রবার দিল্লীর সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের মধ্যে একান্তে বৈঠকের পরই, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তড়িঘড়ি রাজ্য বিজেপির কোর কমিটির সকল সদস্য-সদস্যাদের দিল্লীতে তলব করে। শনিবারই কোর কমিটির সকল সদস্য- সদস্যা দিল্লীতে পৌঁছে যায়। রবিবার দিল্লীতে দলের প্রধান কার্যালয়ে বিকাল চারটায় বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও বৈঠক শুরু হয় সন্ধ্যা ছয়টার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে। বৈঠকে উপস্থিত আছেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ, দলের উত্তর-পূর্বাঞ্চলের সাংগঠনিক কো-অর্ডিনেটর সম্বিত পাত্রা, আরএসএস-এর একজন শীর্ষ নেতৃত্ব, নির্বাচন প্রভারি মহেশ শর্মা, রাজ্য প্রভারি ডা. মহেন্দ্র সিং। এছাড়াও রয়েছেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।রাত সাড়ে নয়টা পর্যন্ত সর্বশেষ খবর নিয়ে জানা গেছে, বৈঠক এখনও চলছে। এই বৈঠক গভীর রাত পর্যন্ত গড়াতে পারে। যতটুকু খবর, ত্রিপুরা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ কিছু সিদ্ধান্ত নিতে পারে। বৈঠক শেষ না হওয়া পর্যন্ত বিশেষ কিছু বলা যাচ্ছে না।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.