ত্রিপুরা পুলিশের ১৫০ বছর!!
অনলাইন প্রতিনিধি :-মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর প্রথম ত্রিপুরা পুলিশ গঠন করেছিলেন। সেই ত্রিপুরা পুলিশ শতবর্ষ পেরিয়ে এখন ১৫০ বছরে। এই দীর্ঘ চলার পথে কত কত ইতিহাস রচিত হয়েছে, তার কোনও ইয়ত্তা নেই। এই চলার পথে ব্যর্থতা যেমন আছে, তার চাইতে কয়েক গুণ বেশি আছে সাফল্য। বৃহস্পতিবার ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আগরতলা প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা এবং রাজ্য পুলিশের শীর্ষ ও মাঝারি স্তরের সমস্ত অফিসাররা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। একইসাথে ১৫০ জন পুলিশ কর্মীর প্যারেড এবং ৫টি পুলিশ ব্যান্ডের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী।
এছাড়াও এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ৩টি মোবাইল প্রদর্শনী বাস, আটটি জিপসি গাড়ি , ১৫০ টি বাইকের সচেতনতামূলক প্রচার র্যালির সূচনা করেন। পুলিশ কর্মীদের আয়োজিত একটি রক্তদান শিবিরেও অংশগ্রহণ করেন তিনি। সেখানে দেড়শ জন পুলিশ কর্মী রক্তদান করেন। আয়োজন করা হয় একটি ফটো এক্সিবিশনেরও। যেখানে ত্রিপুরা পুলিশের ১৫০ বছরের ইতিহাস তুলে ধরা হয়েছে। মুখ্যমন্ত্রী সেই এক্সিবিশনও ঘুরে দেখেন।