অনলাইন প্রতিনিধি :-মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর প্রথম ত্রিপুরা পুলিশ গঠন করেছিলেন। সেই ত্রিপুরা পুলিশ শতবর্ষ পেরিয়ে এখন ১৫০ বছরে। এই দীর্ঘ চলার পথে কত কত ইতিহাস রচিত হয়েছে, তার কোনও ইয়ত্তা নেই। এই চলার পথে ব্যর্থতা যেমন আছে, তার চাইতে কয়েক গুণ বেশি আছে সাফল্য। বৃহস্পতিবার ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আগরতলা প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা এবং রাজ্য পুলিশের শীর্ষ ও মাঝারি স্তরের সমস্ত অফিসাররা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। একইসাথে ১৫০ জন পুলিশ কর্মীর প্যারেড এবং ৫টি পুলিশ ব্যান্ডের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী।
এছাড়াও এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ৩টি মোবাইল প্রদর্শনী বাস, আটটি জিপসি গাড়ি , ১৫০ টি বাইকের সচেতনতামূলক প্রচার র্যালির সূচনা করেন। পুলিশ কর্মীদের আয়োজিত একটি রক্তদান শিবিরেও অংশগ্রহণ করেন তিনি। সেখানে দেড়শ জন পুলিশ কর্মী রক্তদান করেন। আয়োজন করা হয় একটি ফটো এক্সিবিশনেরও। যেখানে ত্রিপুরা পুলিশের ১৫০ বছরের ইতিহাস তুলে ধরা হয়েছে। মুখ্যমন্ত্রী সেই এক্সিবিশনও ঘুরে দেখেন।
অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…