ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট-এর উদ্বোধন!
রাজ্যের উন্নয়নে যুক্ত হলো আরও এক নতুন পালক। ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজধানীর নজরুল কলাক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার উদ্বোধন হলো ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট। অনুষ্ঠানের প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মন, রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডঃ পি.কে চক্রবর্তী, কলকাতা এসআরএফটিআই এর ডাইরেক্টর হিমাংশু শেখর কাটুয়া, বাংলাদেশের খ্যাতনামা অভিনেতা ফিরদোস আহমেদ।
এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মঞ্চে উপস্থিত অন্যান্য বিশিষ্টজনেরা।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডঃ পিকে চক্রবর্তী বাংলাদেশের খ্যাতনামা অভিনেতা ফিরদোস আহমেদ এবং এসআরএফটিআই-এর ডাইরেক্টর হিমাংশু শেখর কাটুয়া।
এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেকেই ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেডিভিশন ইন্সটিটিউট ও রাজ্যের ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
অনুষ্ঠান শেষে ফলক উন্মোচনের মধ্য দিয়ে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট-এর শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এরপর ক্লাসরুমগুলি ঘুরে দেখেন প্রত্যেকেই।