রাজ্যের উন্নয়নে যুক্ত হলো আরও এক নতুন পালক। ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজধানীর নজরুল কলাক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার উদ্বোধন হলো ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট। অনুষ্ঠানের প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মন, রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডঃ পি.কে চক্রবর্তী, কলকাতা এসআরএফটিআই এর ডাইরেক্টর হিমাংশু শেখর কাটুয়া, বাংলাদেশের খ্যাতনামা অভিনেতা ফিরদোস আহমেদ।
এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মঞ্চে উপস্থিত অন্যান্য বিশিষ্টজনেরা।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডঃ পিকে চক্রবর্তী বাংলাদেশের খ্যাতনামা অভিনেতা ফিরদোস আহমেদ এবং এসআরএফটিআই-এর ডাইরেক্টর হিমাংশু শেখর কাটুয়া।
এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেকেই ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেডিভিশন ইন্সটিটিউট ও রাজ্যের ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
অনুষ্ঠান শেষে ফলক উন্মোচনের মধ্য দিয়ে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট-এর শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এরপর ক্লাসরুমগুলি ঘুরে দেখেন প্রত্যেকেই।
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…
অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…
অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…
অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…
অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…