ত্রিপুরা ভবনগুলিতে পরিষেবার মানোন্নয়নে মুখ্যমন্ত্রীর বৈঠক।

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || বিভিন্ন রাজ্যস্থিত ত্রিপুরা ভবনগুলির পরিষেবার মান উন্নয়নের লক্ষ্যে সোমবার মহাকরণে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। এদিনের বৈঠকে পাঁচটি ত্রিপুরা ভবনের পরিকাঠামো সংক্রান্ত যাবতীয় বিষয়ও খতিয়ে দেখা হয়েছে। যার প্রেক্ষিতে ভবনগুলির কাঠামো খতিয়ে দেখতে খুব সহসাই ইঞ্জিনীয়ারদের একটি দল খুব সহসাই সর্বত্র যাবে। মেরামতি এবং বিভিন্ন বিষয় সংযোজনের লক্ষ্যেই বাস্তুকারদের দল প্রতিটি ভবনে যাবে।সবকিছু খতিয়ে দেখে ভবনগুলির সংস্কার এবং রিনোভেটের লক্ষ্যে পদক্ষেপ নেবে।এদিনের বৈঠকে মুখ্যসচিব জে কে সিন্হা,মুখ্যমন্ত্রীর দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের সচিব এবং আধিকারিকগণ ছিলেন।বৈঠকে ভবনগুলিতে খাবার গুণমান, হাউস কিপিংয়ের সাথে জড়িত কর্মীদের যথাযথ ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ জোর দেওয়া হয় পরিষ্কার পরিচ্ছন্নতায়।রাজ্যের পর্যটনের বিকাশে ভবনগুলিকে আরও কীভাবে সুচারুভাবে কাজে লাগানো যায় এলক্ষ্যেও এদিন বিস্তৃত পরিসরে আলোচনা হয়। ত্রিপুরা ভবনগুলির পরিষেবা নিয়ে সাধারণ মানুষের বেশ কিছু অভিযোগ রয়েছে।এসব অভিযোগের প্রেক্ষিতে উদ্ভূত বিষয় মোকাবিলায় আলোচনা হয়।সাধারণ মানুষকে রেহাই দেওয়ার জন্য ভিন্ রাজ্যে ভবনগুলি গড়ে তোলা হলেও চিকিৎসা সহ জরুরি প্রয়োজনের ক্ষেত্রে সাধারণ মানুষ ভবনগুলিতে ঘরের বুকিং পান না— এমন প্রচুর অভিযোগ প্রতিনিয়ত মিলছে।এদিনের বৈঠকে এসব প্রসঙ্গেও আলোচনা হয়।যার প্রেক্ষিতে চিকিৎসার জন্য যারা অন্য রাজ্যে যান তাদের অগ্রাধিকার দিতে বলা হয়েছে।ভবনগুলির পরিষ্কার পরিচ্ছন্নতাতেও বিশেষ জোর দেওয়া হয়েছে।আরও কয়েকটি রাজ্যেও ত্রিপুরা ভবন গড়ে তোলার চিন্তাভাবনা চলছে। এদিনের বৈঠকে এসব বিষয়েও আলোকপাত করা হয়। মুম্বাইয়ে একটি ত্রিপুরা ভবন গড়ে তোলার পরিকল্পনা স্থির করা হয়েছিল প্রথম বিজেপি আইপিএফটি জোট সরকারের কার্যকালে। বর্তমানে ওই প্রক্রিয়ার গতি অনেকটাই বেড়েছে।যতদুর জানা গেছে, মুম্বাইয়ে সহসাই ভবনের নির্মাণের কাজ শুরু হতে পারে। অন্যদিকে চেন্নাই, ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদেও ত্রিপুরা ভবন চাইছেন রাজ্যের সাধারণ মানুষ। চিকিৎসার জন্য অনেকেই পাড়ি জমান ওই সব স্থানে।যার প্রেক্ষিতেই রাজ্য সরকার এসব বিষয়ও খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Dainik Digital

Recent Posts

যুদ্ধবিমান নিয়ে কালই মহড়া ভারতের!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত বরাবর বড়সড় মহড়া দিতে চলেছে ভারতের বায়ুসেনা।…

5 hours ago

প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল দিব্যাঙ্গ কিশোরীর!!

অনলাইন প্রতিনিধি :-একদিকে আর্থিক সংকট অপরদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল…

8 hours ago

অসম্ভবকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের বুকে রেকর্ড গড়ল পাইলোনাইডল সিনাস নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক ছাত্র!!

অনলাইন প্রতিনিধি :এবছর কমলপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৮০ নম্বর…

9 hours ago

এক বছর ধরে বিদ্যুৎ বিল বকেয়া,ধর্মনগর ক্রিকেট অ্যাসোর সংযোগ ছিন্ন করলো নিগম!!

অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…

10 hours ago

আক্রান্ত শহিদের স্ত্রী!!

বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…

10 hours ago

ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যের আঁশ!!

দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…

11 hours ago