ত্রিপুরা রাজ্য অলিম্পিক, সচিবের অপসারণ চেয়ে ফের রাস্তায় নামল প্লেয়াররা।

 ত্রিপুরা রাজ্য অলিম্পিক, সচিবের অপসারণ চেয়ে ফের রাস্তায় নামল প্লেয়াররা।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি || আর্থিক দুর্নীতি সহ রাজ্যের খেলোয়াড়দের নানাভাবে বঞ্চিত ও খেলাধুলাকে ধ্বংস করার অভিযোগ এনে ফের একবার ত্রিপুরা রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিবের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করলো রাজ্যের বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়রা।এমনকী ত্রিপুরা রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব পদ থেকে রূপক দেব রায়ের অপসারণের দাবিও তুলল খেলোয়াড়রা। আর্থিক দুর্নীতি সহ একাধিক অভিযোগে এফআইআরও করা হলে তার বিরুদ্ধে। রাজধানীর ধলেশ্বরস্থিত ত্রিপুরা রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব রূপক দেব রায়ের বাড়ি ঘেরাও করে এদিন রাজ্যের বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়রা হ্যান্ডবল, জুডো, হকি, কাবাডি ও ওয়েটলিফটিং সহ বিভিন্ন ইভেন্টের প্রায় শতাধিক খেলোয়াড় এদিনের এই বিক্ষোভ প্রদর্শনে শামিল হন। সকাল সাড়ে ছয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত ঘেরাও করে রাখা হয় তার বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পূর্ব থানার পুলিশ ও নিকটবর্তী ক্লাবের লোকেরা।খেলোয়াড়দের তরফে ত্রিপুরা রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিবের বিরুদ্ধে এফআইআর করা হয় বলে খবর।বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়দের বক্তব্য ও অভিযোগ, রাজ্যের খেলাধুলাকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছে ত্রিপুরা রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব। পাশাপাশি তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগও তোলা হয়েছে। রাজ্যের খেলাধুলার খাতে গত দীর্ঘ সময় ধরে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) থেকে প্রাপ্ত লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার পাশাপাশি বিভিন্ন রাজ্যের বিভিন্ন ইভেন্টের অ্যাসোসিয়েশনের অর্থ নয়ছয় করার অভিযোগ তুলেছেন রাজ্যের খেলোয়াড়দের তরফে। এছাড়া রাজ্যের খেলোয়াড়দের বঞ্চিত করে বহি:রাজ্যের খেলোয়াড়দের টাকার বিনিময়ে বিভিন্ন জাতীয় আসরে খেলানো হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে। জানা গেছে, খেলোয়াড়দের তরফে এই বিষয়টি মুখ্যমন্ত্রীর গোচরে নিয়ে যাওয়া হচ্ছে। উল্লেখ্য, গত প্রায় এক মাসের বেশি সময় ধরে ত্রিপুরা রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব ও অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ডের বিরুদ্ধে গোটা রাজ্যে আন্দোলন চালিয়ে আসছে রাজ্যের খেলোয়াড়রা।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.