ত্রিপুরা রাজ্য যোগাসন কমিটি গঠনের কাজ প্রায় শেষ

 ত্রিপুরা রাজ্য যোগাসন কমিটি গঠনের কাজ প্রায় শেষ
এই খবর শেয়ার করুন (Share this news)

যোগাসনের প্রকৃত সংগঠকদের পাশাপাশি প্রাক্তন যোগাসন প্লেয়ার ও রাজ্যের ২৩ টি মহকুমাকে সঙ্গে নিয়েই যোগাসনের সার্বিক উন্নয়নে উদ্যোগী হচ্ছেন রাজ্যের কয়েকজন যোগা ক্রীড়াসংগঠক । জানা গেছে ত্রিপুরা রাজ্য যোগাসন অ্যাসোসিয়েশন নামে নতুন একটি যোগাসন সংস্থা আগামী দুই – তিন দিনের মধ্যেই গঠিত হতে চলেছে । সূত্রে খবর , রাজ্য সরকার স্বীকৃত ২৩ টি মহকুমার প্রতিনিধিদের নিয়েই গঠিত হচ্ছে এই নতুন ত্রিপুরা রাজ্য যোগাসন অ্যাসোসিয়েশন । গত ২৫-৩০ বছর ধরে যারা রাজ্য যোগাসনের সার্বিক উন্নয়নে কাজ করে এসেছে বা যোগাসনের কঠিন সময়ে যারা রাজ্যভিত্তিক আসর এবং জাতীয় আসরে দল পাঠিয়ে রাজ্যের যোগাসন প্লেয়ারদের মনোবল বৃদ্ধি করে গেছেন । যাদের দৌলতে আজ যোগাসনের জাতীয় আসরে ত্রিপুরা একের পর এক সাফল্য পেয়েছে তারা এবারও ২৩ টি মহকুমার যোগা প্লেয়ারদের জন্য কাজ করবেন । রাজ্যের এক যোগাসন সংগঠক বলেন , জাতীয় যোগাসন সংস্থা যেমন রাজ্যগুলিকে নিয়ে কাজ করে তেমনি আমাদের ত্রিপুরা রাজ্য যোগাসন সংস্থা রাজ্যের ২৩ টি মহকুমাকে নিয়ে কাজ করবে । তিনি বলেন , কিছু সময় ধরে রাজ্যের মহকুমার যোগাসন প্লেয়ারদের নানাভাবে বঞ্চিত করা হচ্ছে । মহকুমার যোগাসন প্লেয়ারদের সরাসরি রাজ্যভিত্তিক আসরে পর্যন্ত অংশ নিতে দেওয়া হচ্ছে না । যেখানে ফেডারেশন প্রতিটি মহকুমাকে সরাসরি জাতীয় আসরে খেলার সুযোগ দিচ্ছে সেখানে কেন ত্রিপুরার ২৩ টি মহকুমার ছেলেমেয়েরা সরাসরি রাজ্য আসরে খেলতে পারছে না ? আর মহকুমার যোগাসন প্লেয়াররা যদি সরাসরি রাজ্য আসরে খেলতে না পারে তাহলে তারা কিভাবে জাতীয় আসরে ত্রিপুরার হয়ে খেলবে । তিনি বলেন , আমাদের লক্ষ্য মহকুমার যোগাসন প্লেয়ারদের গুরুত্ব দেওয়া । পাশাপাশি আগরতলার যে সমস্ত ক্লাব এবং কোচিং সেন্টার আগে থেকে যোগাসনে আছে আমরা তাদেরও সঙ্গে নিচ্ছি । জানা গেছে , ইণ্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদিত ত্রিপুরা রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের স্বীকৃতি পাবে এই ত্রিপুরা রাজ্য যোগাসন অ্যাসোসিয়েশন । যোগাসনের ওই কর্মী বলেন , ইণ্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদন পাওয়া গেলে রাজ্যের যোগাসন প্লেয়ারদের অনেক সুবিধা হবে এবং ফেডারেশনের অনুমোদন পেতে কোনও সমস্যা হবে না বলে তিনি জানান । শোনা যাচ্ছে , আগামী দুই – এক দিনের মধ্যে ত্রিপুরা রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাধ্যমে যোগাসন ফেডারেশনের কাছে অনুমোদন চেয়ে চিঠি দেওয়া হবে । কর্তাদের আশা মহালয়ার আগেই হয়তো ফেডারেশনের অনুমোদন পেয়ে যাবে ত্রিপুরা রাজ্য যোগাসন অ্যাসোসিয়েশন । সব মিলিয়ে ত্রিপুরা রাজ্য যোগাসন অ্যাসোসিয়েশনে গঠনের প্রস্তুতি নাকি চূড়ান্ত ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.