দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। দিন তারিখ এখনো চুরান্ত নাহলেও মে মাসের ৮ অথবা ৯ তারিখ ত্রিপুরা সফরে আসছেন দেশের সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি অমরপুর ও করবুক মহকুমায় অবস্থিত মিজোরাম থেকে আগত রিয়াং শরনার্থী পুনর্বাসন কেন্দ্র দুটি পরিদর্শন করবেন। সরাষ্ট্র মন্ত্রীর সফরকে কেন্দ্র করে অমরপুর ও করবুক মহকুমা প্রশাসনে ব্যাপক দৌড়ঝাঁপ চলছে ।
গোমতী জেলার অমরপুর মহকুমার পশ্চিম কালাঝাড়ি পাহাড়ে এবং করবুক মহকুমার তীর্থমুখের শিলছড়াতে দুইটি রিয়াং শরনার্থী পুনর্বাসন কেন্দ্র রয়েছে। ওই দুইটি শরনার্থী পুনর্বাসন কেন্দ্রের মধ্যে অমরপুরের পশ্চিম কালাঝাড়ি পুনর্বাসন কেন্দ্রে ৪৩৯ পরিবার এবং করবুকের শিলছড়া পুনর্বাসন কেন্দ্রে ২৬৪ পরিবার সহ মোট ৭০৩ পরিবার রিয়াং শরনার্থী রয়েছে।
ফলে গোমতী জেলা প্রশাসন তো বটেই অমরপুর ও করবুক মহকুমা প্রশাসনে যুদ্বকালিন তৎপরতা চলছে।প্রতিদিন নাওয়া খাওয়া ছেড়ে দুই মহকুমা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মীরা রোজ ছুটছেন শরনার্থী পুনর্বাসন কেন্দ্র গুলিতে। বিদ্যুৎ, পানীয়জল, স্বাস্থ্য,আরডি দপ্তরের কর্মীরা দল বেধে শরনার্থী ক্যাম্পের সার্বিক পরিষেবা যথাযথ ভাবে প্রদানের জন্য রাতদিন এক করে ফেলছেন। জরুরী ভিত্তিতে পাহার কেটে তৈরি উল্লিখিত দুটি শরনার্থী পুনর্বাসন কেন্দ্রের পাশ্ববর্তী স্থানে হ্যালিপ্যাড নির্মানের কাজ চলছে জোর কদমে।
তারমধ্যে ওই দুইটি শরনার্থী পুনর্বাসন কেন্দ্রে বুধবার দুই উপ-স্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য সচিব দেবাশিস বসু। তিনি দেশের সরাষ্ট্র মন্ত্রীর শরনার্থী পুনর্বাসন কেন্দ্র সফরের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখে গেছেন। তাছাড়া খুব সহসাই রাজ্যের মুখ্যমন্ত্রীও ওই দুইটি শরনার্থী পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করে দেশের সরাষ্টমন্ত্রীর সফরের যাবতীয় প্রস্তুতি ও খুঁটিনাটি বিষয় পরিদর্শনে আসছেন বলে মহকুমা প্রশাসন সূত্রের সংবাদ।
অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…
অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…
অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…
অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…
নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…