ত্রিপুরা সফরে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। দিন তারিখ এখনো চুরান্ত নাহলেও মে মাসের ৮ অথবা ৯ তারিখ ত্রিপুরা সফরে আসছেন দেশের সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি অমরপুর ও করবুক মহকুমায় অবস্থিত মিজোরাম থেকে আগত রিয়াং শরনার্থী পুনর্বাসন কেন্দ্র দুটি পরিদর্শন করবেন। সরাষ্ট্র মন্ত্রীর সফরকে কেন্দ্র করে অমরপুর ও করবুক মহকুমা প্রশাসনে ব্যাপক দৌড়ঝাঁপ চলছে । 
গোমতী জেলার অমরপুর মহকুমার পশ্চিম কালাঝাড়ি পাহাড়ে এবং করবুক মহকুমার তীর্থমুখের শিলছড়াতে দুইটি রিয়াং শরনার্থী পুনর্বাসন কেন্দ্র রয়েছে। ওই দুইটি শরনার্থী পুনর্বাসন কেন্দ্রের মধ্যে অমরপুরের পশ্চিম কালাঝাড়ি পুনর্বাসন কেন্দ্রে ৪৩৯ পরিবার এবং করবুকের শিলছড়া পুনর্বাসন কেন্দ্রে ২৬৪ পরিবার সহ মোট ৭০৩ পরিবার রিয়াং শরনার্থী রয়েছে।

ফলে গোমতী জেলা প্রশাসন তো বটেই অমরপুর ও করবুক মহকুমা প্রশাসনে যুদ্বকালিন তৎপরতা চলছে।প্রতিদিন নাওয়া খাওয়া ছেড়ে দুই মহকুমা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মীরা রোজ ছুটছেন শরনার্থী পুনর্বাসন কেন্দ্র গুলিতে। বিদ্যুৎ, পানীয়জল, স্বাস্থ্য,আরডি দপ্তরের কর্মীরা দল বেধে শরনার্থী ক্যাম্পের সার্বিক পরিষেবা যথাযথ ভাবে প্রদানের জন্য রাতদিন এক করে ফেলছেন। জরুরী ভিত্তিতে পাহার কেটে তৈরি উল্লিখিত দুটি শরনার্থী পুনর্বাসন কেন্দ্রের পাশ্ববর্তী স্থানে হ্যালিপ্যাড নির্মানের কাজ চলছে জোর কদমে। 

তারমধ্যে ওই দুইটি শরনার্থী পুনর্বাসন কেন্দ্রে বুধবার দুই উপ-স্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য সচিব দেবাশিস বসু। তিনি দেশের সরাষ্ট্র মন্ত্রীর শরনার্থী পুনর্বাসন কেন্দ্র সফরের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখে গেছেন। তাছাড়া খুব সহসাই রাজ্যের মুখ্যমন্ত্রীও ওই দুইটি শরনার্থী পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করে দেশের সরাষ্টমন্ত্রীর সফরের যাবতীয় প্রস্তুতি ও খুঁটিনাটি বিষয় পরিদর্শনে আসছেন বলে মহকুমা প্রশাসন সূত্রের সংবাদ। 

Dainik Digital

Recent Posts

আলু, ধান, সবজির সাথে ডাল চাষেও এগোচ্ছে ত্রিপুরা : রতন!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য এবার ধান ও সবজির পাশাপাশি ডাল জাতীয় শস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে…

12 hours ago

চটকলের আখ্যান!!

সর্বস্বান্ত গফুর, গ্রাম ছেড়ে মেয়ে আমিনার হাত ধরে ফুলবেড়ের সর্বমা চটকলের দিকে পা বাড়িয়েছিল বাঁচার…

12 hours ago

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

1 day ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

2 days ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

2 days ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

2 days ago