ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন-এর র্যালী!
এমন একটি সময়ে দাঁড়িয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হচ্ছে যখন রাজ্যে আক্রান্ত গনতন্ত্র, বিপন্ন মানবাধিকার, শাসনব্যবস্থা তলানিতে, মানুষের বাক্ স্বাধীনতা স্তব্ধ, ভোটের অধিকার লুন্ঠিত। মানবাধিকারের লড়াইকে তীব্র করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।
শনিবার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ থেকে আয়োজিত মিছিলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাগুলো বলেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। প্রতি বছরের ন্যায় এবছরও এক সুবিশাল মিছিলের আয়োজন করা হয় ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর পক্ষ থেকে। এদিন মিছিলটি রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন রাজপথ পরিক্রমা করে।